বিষপান করা চোখ হারানো চার ‘জুলাই যোদ্ধার’ পাশে তারেক রহমান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২৫

চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চারজন ‘জুলাই যোদ্ধা’ রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিষপান করেছেন। ঘটনার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন।

বিষপানকারী চারজন হলেন—শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (তাহের)। তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত।

রোববার রাতে তারেক রহমানের নির্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। ‘আমরা বিএনপি পরিবার’ সেলের মাধ্যমে তাদের চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।

ঘটনার সূত্রপাত হয় রোববার দুপুরে। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের কক্ষে চলমান একটি বৈঠকে প্রবেশ করেন ওই চারজন। দাবি উত্থাপন করলে সিইও তাদের অপেক্ষা করতে বলেন। তখন ক্ষুব্ধ হয়ে তারা সেখানেই বিষপান করেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, তারা পূর্বপ্রস্তুতি নিয়েই এসেছিলেন।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, চোখ হারানো চারজন আজ বিষপান করেছেন। দ্রুত তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয় এবং তারা এখন সুস্থ।

আহতদের একজন বলেন, এই সরকারের কাছ থেকে কিছু পেতে হলে আন্দোলন করতে হয়। শান্তিপূর্ণভাবে কিছু চাওয়া যায় না। আমাদের চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি।

Nagad