সাম্য হত্যাকাণ্ডে অগ্রগতি, ডিবির জালে আটজন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে তাদের নাম এখনও জানা যায়নি। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৭ মে) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

এর আগে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ মে কালী মন্দির এলাকায় মোটরসাইকেল নিয়ে যাতায়াতের সময় এক যুবকের সঙ্গে ধাক্কা লাগে সাম্যের। পরে এ নিয়ে তাদের তর্ক বাধে। সেখানে ৭ থেকে ৮ জন যুবক এসে কোনোকিছু বুঝে ওঠার আগেই সাম্যের ওপর অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তারা তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। এছাড়াও তিনি ঢাবির স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

Nagad