সাতক্ষীরার সাবেক ডিসি ও এসপিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আহসান ও সাবেক পুলিশ সুপার (এসপি) চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ২৫ জনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলার বৈচনা গ্রামের ওবায়দুল্লাহ মাদার। বিচারক মায়নুদ্দিন ইসলাম মামলাটি সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।


মামলায় এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আসামিদের মধ্যে আছেন– সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার সাবেক ওসি ইনামুল হকসহ পুলিশ সদস্য ১৫ জন ও স্থানীয় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী।
বাদীপক্ষের দাবি, ২০১৪ সালের ১ জানুয়ারি তাদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং পরে বুলডোজার চালিয়ে ক্ষতিসাধন করা হয়। সে সময়ের রাজনৈতিক পরিস্থিতির কারণে অভিযোগটি আমলে নেওয়া হয়নি। দীর্ঘ ১৫ বছর পর বিচার ও ক্ষতিপূরণ দাবিতে মামলা করা হয়েছে।
বর্তমানে নাজমুল আহসান পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলার বিষয়ে আসামিপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।