চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২৫

চার দিনের সরকারি সফরে আজ (২৭ মে) দিবাগত রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একাধিক ‘এক্সচেঞ্জ অব নোটস’ সই হতে পারে। পাশাপাশি জাপানের কাছে এক বিলিয়ন ডলারের বাজেট সহায়তা চাওয়া হবে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।

তিনি জানান, সফরে প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে জেবিআইসির সঙ্গে ঋণ চুক্তি, ওনডা ও নাকসিসের সঙ্গে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জমি সংক্রান্ত সমঝোতা, বিডার সঙ্গে ব্যাটারি ও সাইকেল কারখানা স্থাপন নিয়ে সমঝোতা, বিডাতে ওয়ান স্টপ সার্ভিস প্রযুক্তি স্থাপনে জাইকার সঙ্গে চুক্তি এবং বিএমইটির সঙ্গে মানবসম্পদ উন্নয়নসংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হবে।

এছাড়া বাজেট সহায়তা এবং জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল গেজ ডাবল লাইনে রূপান্তরের বিষয়ে এক্সচেঞ্জ অব নোটস সই হতে পারে।

ড. ইউনূস সফরে টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন এবং ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সফর শেষে ৩১ মে দেশে ফিরবেন তিনি।

উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার পর এটি প্রধান উপদেষ্টার সপ্তম বিদেশ সফর। এর আগে তিনি জাতিসংঘ অধিবেশন, কপ-২৯, ডি-৮ সম্মেলন, ডব্লিউইএফ, চীন, থাইল্যান্ড, কাতার ও ভ্যাটিকান সফর করেছেন।

Nagad