বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গাছসহ চাষি আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে নুরুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর এলাকায় তার বাড়ির পেছনে গোপনে রোপণ করা প্রায় ১০ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের একটি গাঁজার গাছ জব্দ করা হয়।


ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছটি জব্দ করা হয় এবং চাষিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
ওসি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।