৩৭তম এইউএপি সম্মেলনে এআইইউবি’র গুরুত্বপূর্ণ অংশগ্রহণ

এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব দ্য এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এইউএপি)-এর ৩৭তম বার্ষিক সম্মেলন ও ৯ম ফোরাম সম্প্রতি ফিলিপাইনের ম্যানিলা শহরের পাশিগ সিটির চারডনে বাই অ্যাস্টোরিয়া হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ২১-২৩ মে আয়োজিত এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল: “গ্লোবাল নেটওয়ার্ক: এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে উদ্ভাবনী, বৈচিত্র্যময় ও টেকসই একাডেমিক পরিমণ্ডলের পথ সুগম করা”।

এবারের সম্মেলনে ১৫টি দেশের ৪৯টি প্রতিষ্ঠানের মোট ১৭০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। ২০০৩ সাল থেকে সদস্য হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) নিয়মিতভাবে এই সম্মেলনে অংশগ্রহণ করে আসছে।

এবার এআইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, সাবেক উপাচার্য ও এইউএপি’র অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য এবং সাবেক প্রেসিডেন্ট ড. কারমেন জেড. লামাগনা অংশ নেন সংগঠনটির ৫৫তম এক্সিকিউটিভ বোর্ড মিটিং-এ। ২৩ মে আয়োজিত ৩০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানেও তিনি অংশ নেন এবং উচ্চশিক্ষায় এইউএপি’র ভূমিকা ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

এআইইউবি প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন অফিস অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ডেপুটি ডিরেক্টর ও ইকোনমিক্স বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিস কার্লিন নোয়েল জিটা লামাগনা। এআইইউবি এই সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ১৬টি নতুন পার্টনারশিপ এবং ২টি বিদ্যমান চুক্তি নবায়ন করেছে। এ ছাড়া আরও ১২টি সম্ভাব্য সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো পরবর্তীতে চূড়ান্ত হবে ভার্চুয়াল সভার মাধ্যমে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং গবেষণা ও একাডেমিক উন্নয়নে অংশ নিতে এআইইউবি’র এমন অংশগ্রহণকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Nagad