সচিবালয়ের কর্মচারীদের আন্দোলন ও জুলাই মঞ্চের পাল্টা কর্মসূচি স্থগিত
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীরা তাদের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছেন। অপরদিকে সাত দিনের মধ্যে ‘ফ্যাসিবাদের দোসর’ আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে জুলাই মঞ্চও তাদের পাল্টা কর্মসূচি স্থগিত করেছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর উভয় পক্ষ এ ঘোষণা দেয়।


সচিবালয়ের কর্মচারীদের পক্ষে আন্দোলনের নেতা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের দাবির বিষয়ে পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সঙ্গে বৈঠক হবে। বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
অন্যদিকে জুলাই মঞ্চের মুখপাত্র আরিফুল ইসলাম বলেন, অর্থ ও স্বরাষ্ট্র উপদেষ্টা সাত দিনের মধ্যে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এর আগে সকালে পুলিশের ১৪৪ ধারা উপেক্ষা করে সচিবালয়ের সামনে অবস্থান নেয় জুলাই মঞ্চ। এনবিআর ও সচিবালয়ের আন্দোলনকারীদের ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে আখ্যায়িত করে তাদের অপসারণের দাবিতে সোমবার রাত থেকেই তারা ওসমানী মিলনায়নের পাশে অবস্থান নেয়।
বেলা ১১টার দিকে পুলিশ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করলেও তারা অনড় থাকার ঘোষণা দেন।
এদিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীদের একাংশ সমাবেশ করেন। সেখানে তারা নতুন অধ্যাদেশ বাতিলের দাবিতে স্লোগান দেন।