বিএনপির তিন সংঠনের তারুণ্যের সমাবেশে জনতার ঢল
জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ এ জনতার ঢল নেমেছে। আজ বুধবার (২৮ মে) দুপুর ২টায় এ সামবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেবেন। এছাড়া সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিতে পারেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এমনটা জানা গেছে। তবে দলীয়ভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।


তারুণ্যের সমাবেশে যোগ দিতে সকাল থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনের আশাপাশ এলাকায় জড়ো হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে যায়। মাইক থেকে ঘোষণা আসছে ‘আমাদের আন্দোলন চলছে, চলবে, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আমাদের সমাবেশ অত্যন্ত সুশৃঙ্খল হবে। অতীতের যে কোনো সময়ের চেয়ে লোক সমাগম বেশি হবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি জানান, সমাবেশে ঢাকাসহ সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহের তরুণ-তরুণীরা অংশ নেবেন।
সমাবেশে তারেক রহমান দেশের যুবসমাজের উদ্দেশে দলের রাজনৈতিক দিকনির্দেশনা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।