আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, “আবারও বলছি—ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। সবাইকে অনুরোধ করব, নির্বাচনের প্রস্তুতি নিন।”

বুধবার (২৮ মে) বিকেলে নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের উদ্দেশে তারেক রহমান বলেন, কেউ যদি ক্ষমতায় থাকতে চান বা রাজনীতি করতে চান, তাহলে ক্ষমতা ছেড়ে রাজনীতিতে আসুন। অন্তর্বর্তী সরকারের কোনো সিদ্ধান্ত যেন জনগণের বিশ্বাস ও ভালোবাসা নষ্ট না করে।

তিনি আরও বলেন, গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। রাষ্ট্র পরিচালনায় থাকতে চাইলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিন। জনগণ আপনাদের ভোট দিলে, তখন আবার সরকার গঠন করুন।

তরুণদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণই বিএনপির ক্ষমতার উৎস। ক্ষমতায় না থাকলেও বিএনপি সব সময় জনগণের উন্নয়ন নিয়ে ভাবে। আমরা ক্ষমতায় এলে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব।

নির্বাচন নিয়ে টালবাহানার অভিযোগ করে তিনি বলেন, কথিত অল্প সংস্কার না বেশি সংস্কার—এ নিয়েই জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ। একমাত্র সমাধান হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন।

Nagad

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।