যুক্তরাষ্ট্রে মিউজিক ফেস্টিভালে বন্দুকধারীর হামলায় নিহত ২

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩

বি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি মিউজিক ফেস্টিভালে বন্দুকধারীর হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় হামলাকারী নিজেও আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৭ জুন) রাতে ওয়াশিংটন অঙ্গরাজ্যের জর্জ টাউনের কাছে ক্যাম্পগ্রাউন্ডসে ইলেক্ট্রনিক ডান্স মিউজিক ফেস্টিভালে হামলার এই ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৮টা ২৫ মিনিটে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পুলিশকে খবর দেওয়া হয়। শেরিফ অফিসের কার্যালয়ের মুখপাত্র কেইলি ফোরম্যান জানান, হামলার পরপরই সেখান থেকে পালিয়ে যান বন্দুকধারী। তবে কিছু সময় পরেই তার খোঁজ পান পুলিশ সদস্যরা। তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলি ছোড়া হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

জর্জ টাউনে দুই দিনের মিউজিক ফেস্টিভালের আয়োজন করা হয়। তবে গোলাগুলির এই ঘটনার পরেও মিউজিক ফেস্টিভাল চলছিল। এক বিবৃতিতে ক্যাম্পগ্রাউন্ডসের কিছু অংশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সারাদিন/১৯ জুন/এমবি 

Nagad