আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২

যুক্তরাষ্ট্র–ইরান ম্যাচে রাজনীতি, কূটনীতি আছে, ফুটবল কোথায়?

দুটি দেশের কূটনৈতিক সম্পর্ক নেই সেই ১৯৭৯ সাল থেকে। কিন্তু কূটনীতি ছাপিয়েও ইরান আর যুক্তরাষ্ট্রের রসায়নটা শত্রুতারই। দুনিয়াতে এই দুই দেশের অবস্থান যেন দুই মেরুতে। এমন একটা পরিস্থিতিতে বিশ্বকাপের গ্রুপ পর্বে এই দুই দলের মোলাকাতই ‘মহারণে’র হাতছানি দিচ্ছে। কাতার বিশ্বকাপের সূচি যেদিন প্রকাশ হয়েছিল, সেদিন থেকেই এই দুই দেশের ম্যাচ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে ইরানে গত দুই মাস ধরে চলমান রাজনৈতিক সহিংসতা, সরকারবিরোধী বিক্ষোভ এই ম্যাচকে ভিন্নমাত্রা দিচ্ছে। ইরানিরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচ যে খুব জোশ নিয়ে দেখবে, ব্যাপারটা এখন আর সেই পর্যায়ে নেই। নারীর অধিকার নিয়ে ইরানে যে বিক্ষোভ চলছে, তাতে সরকারের দমননীতি এমনিতেই ইরানি জনগোষ্ঠীকে ক্ষুব্ধ করে তুলেছে। ইরানের বহু তারকা, কবি এমনকি খেলোয়াড়েরাও নারীর অধিকার নিয়ে সাধারণ মানুষের এই বিক্ষোভের সঙ্গে একাত্ম। সরকারের দমননীতির বিরুদ্ধে প্রতিবাদ -সূত্র: প্রথম আলো

ভিডিও বার্তায় জেলেনস্কি
ইউক্রেনের প্রতিরোধ অব্যাহত থাকবে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশবাসীর উদ্দেশে কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকার ডাক দিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যত দিন রাশিয়ার হাতে ক্ষেপণাস্ত্রের মজুদ থাকবে, তত দিন তারা হামলা চালিয়ে যাবে।গত রবিবারও ইউক্রেনে রাশিয়ার হামলা হয়েছে। রাজধানী কিয়েভে বিদ্যুৎসহ নাগরিক পরিষেবা অনেকটা স্বাভাবিক হলেও অনেক অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর দৈনিক ভিডিও বার্তায় বলেন, মস্কো আসন্ন শীতকে ইউক্রেনের মানুষের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তিনি ইউক্রেনের সামরিক প্রতিরোধ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র: কালের কণ্ঠ

গায়ের জোরে বিক্ষোভ থামাচ্ছে চীন
মোড়ে মোড়ে ব্যারিকেড, রাস্তায় রাস্তায় শত শত পুলিশের মানবপ্রাচীর। বিবিসির সাংবাদিককে চড়-ঘুসি-লাথি * আমরা আজীবন শাসক চাই না। সম্রাট চাই না আমরা স্বাধীনতা চাই

চীনের ‘শূন্য কোভিড নীতি’বিরোধী বিক্ষোভ দমনে চড়াও হয়ে উঠেছে প্রেসিডেন্ট শি জিনপিং শাসিত দেশটির কমিউনিস্ট পার্টি সরকার। গত সপ্তাহের শেষ দিন থেকে দেশটির বড় শহরগুলোতে ছড়িয়ে পড়া লকডাউনবিরোধী বিক্ষোভ দমনে শত শত পুলিশ মোতায়েন করেছে শি সরকার। রাস্তায় রাস্তায় ব্যারিকেড বসিয়েছে। ধরপাকড় শুরু করেছে। পুলিশি নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকও। খবর বিবিসি, রয়টার্স, গার্ডিয়ান, আলজাজিরা, এএফপির। টানা তিন বছর ধরে একের পর এক লকডাউনের কঠোর বিধিনিষেধে অতিষ্ঠ নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনেও শক্ত বাধা সৃষ্টি করছে বেইজিং। অবস্থা এমন যে, মেরে-ধরে, গায়ের জোরে হলেও বিক্ষোভ বন্ধ করবেন কমিউনিস্ট শাসকরা। ফুঁসে উঠেছে নাগরিকরাও। শনিবার সাংহাইয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ভোরের দিকে গ্রেফতার করা হয় অসংখ্য বিক্ষোভকারীদের। রোববার আন্দোলনকারীরা পুনরায় জড়ো হলে সেখানে কর্তৃপক্ষের রোষানলের মুখে পড়তে হয় তাদের। বিক্ষোভকারীরা পুলিশের ধাক্কা, টানা-হেঁচড়া, নির্মম মারধরের শিকার হন। সে দৃশ্য ধরা পরে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওবার্তায়ও। তবে সেন্সরের মাধ্যমে চীনা ইন্টারনেট থেকে ভিডিওচিত্রগুলো মুছে ফেলা হয়। বিক্ষোভ দমাতে শত শত পুলিশ রাস্তা বন্ধ করে মানবপ্রাচীর তৈরি করেন। সঙ্গে মাইকিংয়ের মাধ্যমে বিক্ষোভকারীদের বিদায় হওয়ার জন্য ঘোষণা করেন। বিবিসির সাংবাদিক এডওয়ার্ড লরেন্সকে রোববার রাতে সাংহাইয়ে গ্রেফতার করা হয়। সূত্র: যুগান্তর।

Nagad

রাশিয়ার হামলার মুখে খেরসন ছাড়ছেন ইউক্রেনীয়রা

শীতে রুশ হামলা জোরদারের শঙ্কায় খেরসন ও মাইকোলাইভ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে এ সিদ্ধান্ত দেশটির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিদ্যুতের অভাবে ও প্রচণ্ড শীতে ইউক্রেনের লাখো মানুষের জীবন ঝুঁকিতে পড়তে পারে।মূলত ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র ও বড় অবকাঠামোগুলোয় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতেই বিপর্যয় নেমে এসেছে। রাশিয়ার ক্রমাগত হামলায় ধ্বংস হওয়ায় বিদ্যুৎ ও পানির সংকটে আছে ইউক্রেনবাসী। কিন্তু বিদ্যুৎ ও পানি ছাড়া শীত পার করতে পারবে না তারা। তাই সদ্যস্বাধীন খেরসন ও মাইকোলাইভ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, রাশিয়ার অব্যাহত গোলা হামলা থেকে বাঁচতে রবিবার কয়েক শ ইউক্রেনীয় খেরসন শহর ছেড়ে গেছেন। রাশিয়া সেনা প্রত্যাহার করে নিলে দুই সপ্তাহ আগে শহরটি পুনরায় দখলে নেয় ইউক্রেন বাহিনী। কিন্তু ইউক্রেন বলছে, কিয়েভে ফের ফিরতে পারাটা তাদের বড় অর্জন। রুশ বাহিনী শহরটি ছেড়ে যাওয়ার আগে বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দিয়ে যায়। এর পর থেকে পানি ও বিদ্যুতের অভাবে বাসিন্দাদের সেখানে বসবাস করা কঠিন হয়ে উঠেছে। বিদ্যুৎ না থাকায় তীব্র শীতের মধ্যে তারা ঘর গরম করতে পারছে না। সূত্র: বিডি প্রতিদিন।

গ্রেপ্তার হলেন আয়াতুল্লাহ খামেনির ভাগনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ভাগনি ফারিদা মোরাদখানিকে গ্রেপ্তার করা হয়েছে। এক ভিডিওবার্তায় তিনি বিদেশি সরকারগুলোকে ইরানের সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়েছিলেন। এরপরই বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে ইরানে চলা বিক্ষোভে অংশ নেওয়াদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীর ভূমিকার কড়া সমালোচনা করেছেন ফারিদা। তিনি বলেছেন, পুলিশের এমন আচরণের জবাবে তেহরানের সঙ্গে গোটা বিশ্বের সম্পর্ক ছিন্ন করা উচিত।ফারিদাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাই মাহমুদ মোরাদখানি। এর আগে তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকেই ফারিদা ওই ভিডিও প্রকাশ করেছিলেন। এতে তিনি বিশ্বের দেশগুলোর প্রতি অনুরোধ জানান, যাতে তারা ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সূত্র: সমকাল

চীনে করোনাভাইরাস সংক্রমণ: বিক্ষোভ সত্ত্বেও বিধিনিষেধ বহাল

বিশ্বের বেশির ভাগ দেশে করোনাভাইরাস প্রতিরোধে আরোপিত অধিকাংশ বিধিনিষেধ প্রত্যাহার করা হলেও চীনের ক্ষেত্রে তা ব্যতিক্রম। দেশটির কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কঠোর বিধিনিষেধ সংবলিত ‘জিরো কোভিড পলিসি’ বহাল রেখেছে। ফলে দেশটির লাখো মানুষ ঘরবন্দি থাকতে বাধ্য হচ্ছেন। বিবিসি জানায়, বিধিনিষেধ তুলে নেয়ার দাবিতে গতকাল সোমবার বিক্ষোভে অংশ নেয়ায় বহু মানুষকে আটক করা হয়েছে। জার্মান বার্তা সংস্থা ডয়চে ভেলে জানায়, চীনে কোভিড নিয়ন্ত্রণে কঠোর সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানী বেইজিংসহ কয়েকটি শহরে গত দুদিন ধরে ব্যাপক বিক্ষোভের পর বেইজিংয়ের নগর কর্তৃপক্ষ ঘোষণা করেছে, সংক্রমণ এলাকা বা বাসাবাড়িগুলোকে তারা আর ঘেরাও করে মানুষের যাতায়াত বন্ধ করবে না। তবে কোভিড প্রতিরোধী অন্যান্য নিয়ম মেনে চলতে হবে। গত বৃহস্পতিবার দেশটির জিনজিয়াং প্রদেশের উরুমকি শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়। এ জন্য করোনার কঠোর বিধিনিষেধকে দায়ী করা হয়। এ ঘটনার পরপরই বিক্ষোভ বড় আকার নেয়। অগ্নিকাণ্ডে মৃত্যুর ওই ঘটনার পর শহরটির ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে পড়ে। তারা লকডাউন তুলে নেয়ার দাবি জানায়। সূত্র; দৈনিক বাংলা।

বিক্ষোভের জেরে চীনে আবার মন্দার শঙ্কা

মহামারীর মন্দা কাটিয়ে ওঠার সুযোগই পাচ্ছে না চীনের অর্থনীতি। যে মুহূর্তেই মনে করা হয় যে এই বুঝি পরিস্থিতি সামলে উঠছে দেশটি, ঠিক সে সময়ই নতুন কিছু ঘটছে। হয় সেটা সংক্রমণ বেড়ে যাওয়া, অথবা বিধিনিষেধবিরোধী বিক্ষোভ। সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসে চীনের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি শ্লথ হয়েছে। এর পেছনে নভেল করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পাশাপাশি কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভের কথাও বলা হচ্ছে।সাম্প্রতিক এ বিশ্লেষণে দেখা গিয়েছে, অক্টোবর থেকেই চীনের অর্থনৈতিক কর্মকাণ্ড ধীরে চলছিল। নভেম্বরে এসে সংকোচন আরো বেড়েছে। অন্যদিকে দেশটির বড় বড় শহরে আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ। গুয়াংঝৌ, বেইজিং ও ঝেংঝৌয়ের মতো বড় এবং গুরুত্ব্বপূর্ণ শহরে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। সীমিত করে দেয়া হচ্ছে নাগরিকদের চলাচল। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আগের মতোই কঠোর হতে শুরু করেছে চীন। গোল্ডম্যান স্যাকস, ম্যাকওয়ার গ্রুপ এবং হ্যাং সেং ব্যাংকের অর্থনীতিবিদরা বলছেন, কভিড-১৯-এর সংক্রমণ কমাতে ও মৃত্যুর সংখ্যা কমাতে রীতিমতো লড়াই করতে হচ্ছে সরকারকে। ধীরে ধীরে বিধিনিষেধ কমিয়েও আনা হচ্ছিল। কিন্তু পরিস্থিতি আবারো খারাপ হয়ে যাওয়ায় নতুন বিধিনিষেধ আরোপে বাধ্য হয় কর্তৃপক্ষ। যার প্রতিবাদে রাস্তায় নেমেছে দেশের অনেক মানুষ। বেইজিং ও সাংহাইয়ের মতো শহরে সপ্তাহান্তে রাস্তায় নেমেছিলেন বিক্ষুব্ধ নগরবাসী। এ অবস্থা চলতে থাকলে অর্থনীতি আরো বাধার মুখে পড়বে। সূত্র: বণিক বার্তা।

জয়ল্যান্ড’র অস্কার মনোনয়নে আলোচনার কেন্দ্রে পাকিস্তানের ট্রান্সজেন্ডার সম্প্রদায়

সম্প্রতি পাকিস্তানের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা জয়ল্যান্ড-এ ট্রান্সজেন্ডার চরিত্র থাকায় তা দেশটিতে সামলোচনার শিকার হয়েছে। পাকিস্তানের ১১টি রাজ্যে সাময়িক নিষেধাজ্ঞার মুখেও পড়েছিল এ সিনেমাটি। তবে অস্কারে যাওয়ার কারণে এ সিনেমার কল্যাণে দেশটির ট্রান্সজেন্ডার মানুষেরা নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছেন। এক প্রতিবেদনে বিষয়টি নিয়ে আলোকপাত করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।
দক্ষিণ এশিয়ায় ট্রান্সজেন্ডার মানুষদের অস্তিত্বের দেখা মেলে সেই মোগল আমল থেকেই। তবে এত বছর পেরোলেও সমাজে এখনো নিয়মিত বৈষ্যম, ও শারীরিক-মানসিক আক্রমণের শিকার হচ্ছেন তারা। পাকিস্তানও এর ব্যতিক্রম নয়। দেশটিতে ট্রান্সজেন্ডারদের ‘খোজা সিরা’ বলে ডাকা হয়। এক অসুখী বিবাহিত পুরুষ ও একজন ট্রান্সজেন্ডার নারীর মধ্যে রোমান্টিক সম্পর্ক নিয়ে জয়ল্যান্ড’র গল্প এগিয়ে গেছে। তরুণ পরিচালক সাইম সাদিকের এ সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে পুরষ্কার জেতার পর পাকিস্তানের প্রথম সিনেমা হিসেবে অস্কারেও মনোনয়ন পায়। মুক্তি পাওয়ার আগেই জয়ল্যান্ড সিনেমার বিরুদ্ধে সমালোচনায় সরব হয় পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় দলগুলো। দেশটির সেন্সর বোর্ড প্রথমে সিনেমাটির মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে দেশের অনেক স্থানে এটি প্রদর্শনে নিষেধাজ্ঞা দেয়। তবে এখন বেশিরভাগ স্থানে এটি দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

কসোভোয় কেন সার্ব আর আলবেনিয়ান সরকারের মধ্যে আবার উত্তেজনা?

গাড়ির একটি লাইসেন্স প্লেটকে কেন্দ্র করে কসোভোর জাতিগত সার্ব এবং আলবেনিয়ান নেতৃত্বাধীন সরকারের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছে। কসোভো যুদ্ধের ২৩ বছর পরে আবার সার্ব এবং আলবেনিয়ান গোষ্ঠীর মধ্যে এ নিয়ে সংঘর্ষ শুরু হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।যদিও উভয়পক্ষ ২৩শে নভেম্বর উত্তেজনা কমাতে একটি সমঝোতায় পৌঁছেছে।কসোভো হচ্ছে ইউরোপের ভূমিবেষ্টিত ছোট্ট একটি দেশ। এর চারদিকে রয়েছে বলকানের চারটি দেশ- আলবেনিয়া, নর্থ মেসিডোনিয়া, মন্টেনিগ্রো এবং সার্বিয়া।অনেক সার্ব মনে করেন, এটাই হচ্ছে তাদের জাতির উৎপত্তিস্থল।কিন্তু কসোভোতে যে ১৮ লাখ মানুষ বসবাস করে, তাদের ৯২ শতাংশ আলবেনিয়ান আর ৬ শতাংশ সার্বিয়ান। বাকিদের মধ্যে আছে বসনিয়াক, গোরান, টার্কস এবং রোমা। সূত্র: বিবিসি বাংলা।

দিল্লিতে তলোয়ার নিয়ে পুলিশের গাড়িতে হামলা

ভারতে আলোচিত শ্রদ্ধা হত্যাকাণ্ডের আসামি আফতাব পুনাওয়ালাকে বহন করা পুলিশ ভ্যানে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় দিল্লিতে ফরেন্সিক পরীক্ষাগারের বাইরে ওই হামলা চালানো হয়। হামলার ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায়, খোলা তলোয়ার নিয়ে বেশ কয়েকজন লোক পুলিশের গাড়িতে হামলা চালাচ্ছে। পরে দিল্লি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা জানিয়েছে, শ্রদ্ধাকে নৃশংসভাবে হত্যা করায় আফতাবের ওপরই হামলা করতে চেয়েছিলেন তারা। তাদের দাবি, শ্রদ্ধা হত্যার সুবিচার করতে হবে। তবে আফতাবের কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করে পুলিশ। তবে এ ঘটনায় এখনও মামলার খবর পাওয়া যায়নি। সূত্র: জাগো নিউজ