আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
ইরানে ফাঁসিতে ঝোলার হুমকিতে যাঁরা
নীতি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে প্রায় চার মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। অপর দিকে দেশটির সরকার বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করছে। সবশেষ গতকাল সোমবার নতুন করে তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা জানিয়েছে ইরানের বিচার বিভাগ। এ নিয়ে এখন পর্যন্ত বিক্ষোভে সংশ্লিষ্ট ঘটনায় ১৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে আছেন চিকিৎসক, র্যাপার, কারাতে চ্যাম্পিয়ন, নাপিত ও অভিনেতা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্য থেকে গত ডিসেম্বরে তড়িঘড়ি দুজনের ফাঁসি কার্যকর করা হয়। ৭ জানুয়ারি আরও দুজনের একই পরিণতি হয়। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অনেকে ফাঁসি কার্যকর হওয়ার ঝুঁকিতে আছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বর্তমান পরিস্থিতি নিয়ে নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে।পুলিশি হেফাজতে গত সেপ্টেম্বরে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর ইরানে বিক্ষোভ শুরু হয়। সরকারবিরোধী এ বিক্ষোভ ক্রমে ব্যাপক আকার ধারণ করেছে। সূত্র: প্রথম আলো


ব্রাজিলে নজিরবিহীন সহিংসতা
প্রেসিডেন্ট লুলার নিয়ন্ত্রণে পরিস্থিতি
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর সমর্থকদের নৈরাজ্যের জেরে কমপক্ষে এক হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন প্রেসিডেন্ট লুলা দা সিলভার নিয়ন্ত্রণে। গতকাল সোমবার রাজধানী ব্রাসিলিয়ায় দেশের ক্ষমতার তিন কেন্দ্র ‘আইনসভা, প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টে’ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে ক্ষমতা থেকে সরাতে গত রবিবার একযোগে এই তিন দপ্তরে হামলা চালানো হয়। ব্রাজিলের নজিরবিহীন এই সহিংসতা নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট লুলা দি সিলভার সরকার ব্যাপক তৎপরতা শুরু করেছে। সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দি মোরায়েস সামরিক বাহিনীর সদর দপ্তরের সামনে এবং সারা দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের অবস্থান তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন।লুলার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের দাবিতে বলসোনারোর সমর্থকরা সামরিক বাহিনীর দপ্তরের সামনে তাঁবু খাটিয়ে বিক্ষোভ করে আসছিল। সুপ্রিম কোর্টের আদেশে ওই বিক্ষোভ তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সর্বশেষ খবর অনুযায়ী, সামরিক বাহিনীর দপ্তরের সামনে নিরাপত্তা বাহিনীর তৎপরতা শুরুর পর বিক্ষোভকারীরা তাঁবু গুটিয়ে নিতে শুরু করেছে। সূত্র; কালের কণ্ঠ
ভয়ংকর কাহিনিগুলো প্রাসাদ থেকেই ছড়িয়েছে : প্রিন্স হ্যারি
ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা ট্যাবলয়েড পত্রিকার সঙ্গে জড়িয়ে পড়ে নেতিবাচক পরিণতি ডেকে এনেছেন বলে মন্তব্য করেছেন প্রিন্স হ্যারি। রাজপরিবারের সদস্যরা তাদের নিজেদের ভাবমূর্তির উন্নতি ঘটাতে তার ও তার স্ত্রী মেগানের নামে ‘কুৎসিত’ কাহিনি ছড়িয়েছেন বলে অভিযোগ করেছেন হ্যারি। রাজতন্ত্রকে সাহায্য ও গণমাধ্যমকে পরিবর্তন করার চেষ্টায় তিনি তার সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের দ্বন্দ্বের কথা সংবাদপত্রে প্রকাশ করেছিলেন বলে দাবি করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কনিষ্ঠ পুত্র। হ্যারি জানান, তার গণমাধ্যমের পরিবর্তনের চেষ্টাকে বাবা চার্লস ‘আত্মহত্যার মিশন’ বলে বর্ণনা করেছিলেন। আজ প্রকাশিত হতে যাচ্ছে হ্যারির স্মৃতিকথামূলক বই ‘স্পেয়ার’, তার আগে রবিবার গণমাধ্যমে দেওয়া দুটি বিস্তৃত সাক্ষাৎকারে এসব কথা বলেন ডিউক অব সাসেক্স। ব্রিটিশ আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ২০২০ সালে তিনি ‘নিজেদের জীবন নিয়ে শঙ্কা থেকে’ তার পরিবার নিয়ে ব্রিটেন ছেড়ে পালিয়েছিলেন। সূত্র: বিডি প্রতিদিন।
পরিবেশবান্ধব জ্বালানিতে চোখ মুকেশ আম্বানির
৭৫০০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি এবার মনোযোগ দিতে যাচ্ছেন পরিবেশবান্ধব জ্বালানির দিকে। অর্থাৎ জ্বালানি, ফার্মাসিউটিক্যালস, প্রাকৃতিক গ্যাস, টেলিকমিউনিকেশন, গণমাধ্যম এবং টেক্সটাইলের মতো ব্যবসায় সফলতার পর তার মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরবর্তী উদ্যোগ হতে যাচ্ছে পরিবেশবান্ধব জ্বালানি। ভারতে মুকেশ আম্বানির যেসব ব্যবসা আছে, সেগুলোর বেশির ভাগের দায়িত্বই সন্তানদের ওপর ন্যস্ত করেছেন তিনি। ফলে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবসায় পূর্ণ মনোযোগ দেয়ার পরিকল্পনা রয়েছে তার। খবর বিজনেস ইনসাইডার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী গিগাফ্যাক্টরি ও ব্লু হাইড্রোজেন তৈরির কারখানা নির্মাণের বিষয়গুলো তত্ত্বাবধান করবেন মুকেশ আম্বানি। সেই সঙ্গে অধিগ্রহণ লক্ষ্যমাত্রা ঠিক করা এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনাও করবেন তিনি। সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন। সূত্র: বণিক বার্তা।
তাইওয়ানের যুদ্ধ যুক্তরাষ্ট্র ও চীনকে পঙ্গু করে দেবে: মার্কিন চিন্তক সংস্থা
ওয়াশিংটন-ভিত্তিক একটি স্বাধীন চিন্তক সংস্থা (থিঙ্ক ট্যাঙ্ক) কম্পিউটারে একটি যুদ্ধাভিযান সিমুলেশনের ফলাফলের ওপর মত দিয়েছে যে, ২০২৬ সালে তাইওয়ানে চীনের আক্রমণের ফলে চীন, যুক্তরাষ্ট্র, তাইওয়ান এবং জাপানের সামরিক বাহিনীর হাজার হাজার সেনা হতাহত হবে এবং এতে বেইজিংয়ের বিজয়ী হওয়ার সম্ভাবনা কম। খবর সিএনএনের- তাইওয়ান নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে যদি যুক্তরাষ্ট্র বিজয়ী হয়ও, তারপরও এই যুদ্ধ তাদেরকে পরাজিত চীনা বাহিনীর মতোই পঙ্গু করে দিতে পারে। যুদ্ধেশেষে কমপক্ষে দুটি মার্কিন বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরের তলদেশে পড়ে থাকবে এবং চীনের আধুনিক নৌবাহিনী, যা বিশ্বের বৃহত্তম, পুরো বিধ্বস্ত হয়ে পড়বে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর দাবি অনুযায়ী, তাইওয়ান নিয়ে সম্ভাব্য সংঘাতের ওপর পরিচালিত সবচেয়ে বিস্তৃত ওয়ার-গেম সিমুলেশনগুলির মধ্যে এটি সেরা। ২ কোটি ৪০ লাখ জনসংখ্যার এই ভূখণ্ডের ওপর চীনা কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরেই তাদের সার্বভৌমত্ব দাবি করে আসছে। চীনের নেতা শি জিনপিং দ্বীপটিকে বেইজিংয়ের নিয়ন্ত্রণে আনতে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেননি। সিএনএন “পরবর্তী যুদ্ধের প্রথম লড়াই” শীর্ষক প্রতিবেদনটির একটি অনুলিপি পর্যালোচনা করেছে, যেখানে তারা দাবি করেছে যে, এই গেমিং প্রকল্পটি প্রয়োজনীয় ছিল কারণ এর আগে যুক্তরাষ্ট্রে সরকারি এবং বেসরকারি পর্যায়ে করা যুদ্ধের সিমুলেশনগুলো খুবই অস্বচ্ছ ছিল। তাই তাইওয়ান প্রণালী জুড়ে বিরোধ-সংঘর্ষ কীভাবে হতে পারে– সে সম্পর্কে জনসাধারণ এবং নীতিনির্ধারকদের একটি পূর্ব ধারণা দিতে এই প্রকল্পটি পরিচালনা করা হয়। সূত্র: বিজনেস স্ট্যার্ডার্ড।
বলসোনারো ক্যালিফোর্নিয়ার হাসপাতালে, ব্রাজিলে গ্রেফতার ১৫০০
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার হাসপাতাল বেড থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে তিনি জানান দেন যে বর্তমানে তার অবস্থান যুক্তরাষ্ট্রে।এদিকে নিজ দেশে দাঙ্গা বাধিয়ে যুক্তরাষ্ট্রে এসে আশ্রয় নেওয়ায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে এখান থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন কয়েকজন মার্কিন এমপি। খবর সিএনএনের। বলসোনারোর স্ত্রী মিশেল বলসোনারোর দাবি, পেটের ব্যথার চিকিৎসা করাতে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন তার ২০১৮ সালে নির্বাচনি প্রচারে গিয়ে তিনি ছুরিকাহত হয়েছিলেন। সেই ব্যথাই নতুন করে ভোগাচ্ছে বলসোনারোকে। সূত্র: যুগান্তর
শ্রীলঙ্কায় আন্দোলন স্তিমিত
তীব্র অর্থনৈতিক সংকটের মুখে শ্রীলঙ্কায় সরকারবিরোধী যে গণবিক্ষোভ হয়েছিল, আপাতত সে আন্দোলন ঝিমিয়ে পড়েছে। মাসের পর মাস ধরে চলা সেই আন্দোলনের একপর্যায়ে রাজধানী শহরে প্রেসিডেন্টের দপ্তর ঘেরাও করে অবস্থান নিয়েছিল বিক্ষোভকারীরা।বিবিসি জানায়, রাজধানী কলম্বোর যে সমুদ্রমুখী উদ্যানকে কেন্দ্র করে বিক্ষোভ পরিচালিত হয়, সেটাকে পর্যটনকেন্দ্রে রূপান্তরিত করেছে বর্তমান সরকার। চারদিকের জাঁকালো সাজসজ্জা দেখিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা স্বস্তিকা অরুলিঙ্গম বিবিসিকে বলেন, ‘এটা ন্যক্কারজনক। যে সম্পদের অন্যায্য প্রদর্শন চলছে, তা এ দেশের নেই।’উৎসব ঘিরে আলোকসজ্জা প্রসঙ্গে স্বস্তিকা বলেন, রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ বোর্ড গেল বছর ১৫ হাজার কোটি শ্রীলঙ্কান রুপি লোকসান করেছে। দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট ফের নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে শ্রীলঙ্কায়। নিত্যপ্রয়োজনীয় খাবার, পরিবহন এবং শিশুদের স্কুলের ব্যয় মেটানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। সে সঙ্গে নতুন বছরে করবৃদ্ধিতে দুর্দশা বাড়বে বৈ কমবে না।
সূত্র: দৈনিক বাংলা।
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প। গতকাল সোমবার রাতে রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে দেশটির তানিম্বার অঞ্চলে। এর জেরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। খবর রয়টার্স ও এনডিটিভির।ভূ-কম্পনের মাত্রা তীব্র হওয়ায় বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভূপৃষ্ঠ থেকে ৯৭ কিলোমিটার গভীরে এই কম্পনের উত্সস্থল।উল্লেখ্য, গত বছরের নভেম্বরে যে ভূমিকম্প দেখেছিল ইন্দোনেশিয়া, তাতে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ ছিল ভয়াবহ। ১৫০-এর বেশি মানুষ মারা গিয়েছিলেন। বাড়িঘর ভেঙে ধূলিসাত্ হয়ে যায়। সেই ভূ-কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬। সে তুলনায় গতকাল রাতের ভূ-কম্পন আরও অনেক তীব্র। সংগত কারণেই ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। সূত্র; কালবেলা
ব্রাজিল কংগ্রেস ভবনে হামলার বড় কারণ তিক্ত নির্বাচনের ফলাফল না মানা
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর হাজার হাজার সমর্থক দেশটির কংগ্রেস, পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চালিয়েছে। ব্রাজিলের পতাকার রঙ উজ্জ্বল হলুদ ও সবুজ জামা পরে তারা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানের এসব ভবনে রবিবার ভাঙচুর করেছে।এরকম ঘটনা কেন ঘটছে?
তিক্ত নির্বাচন-ব্রাজিলে ২০২২ সালের অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।এই নির্বাচনে লড়াই হয় অতি-দক্ষিণপন্থী বিদায়ী প্রেসিডেন্ট জাইর বলসোনারো এবং বামপন্থী লুইজ ইনাসিও লুলা ডা সিলভা, যিনি লুলা নামেই বেশি পরিচিত, তাদের মধ্যে। তীব্র ও তিক্ত নির্বাচনী প্রচারণার পর ৩০শে অক্টোবর অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে লুলা, যিনি ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০১০ সালে ডিসেম্বর পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন, মি. বলসোনারোকে সামান্য ব্যবধানে পরাজিত করেন। কংগ্রেস ও পার্লামেন্টে হামলার ঘটনাকে লুলা “নজিরবিহীন” বলে উল্লেখ করে বলেছেন “গোঁড়া ফ্যাসিবাদীরা” এই হামলা চালিয়েছে।মি. বলসোনারোর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন লুলা। তিনি বলেছেন সাবেক প্রেসিডেন্ট সোশাল মিডিয়ার মাধ্যমে দাঙ্গাকারীদের উস্কানি দিয়েছেন। সূত্র: বিবিসি বাংলা।
জ্বালানি তেলের মূল্য প্রতিমাসে কীভাবে নির্ধারণ করা হবে?
বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে প্রতিমাসেই তেল ও গ্যাসের মতো জ্বালানির মূল্য সমন্বয় করার পরিকল্পনা করছে বাংলাদেশের সরকার।কীভাবে এটি করা হবে, সেই সংক্রান্ত একটি কৌশল নির্ধারণের কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।বাংলাদেশে এখনো সরকারিভাবে জ্বালানি তেলের আমদানি ও বিক্রি হয়ে থাকে। কিন্তু গত কয়েক মাস ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর ওঠানামা করছে। সেই সঙ্গে এই খাতে সরকারি ভর্তুকি কমাতেও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর চাপ রয়েছে।ফলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দাম সমন্বয়ের বিষয়ে বেশ কিছুদিন ধরেই সরকারের তরফ থেকে ইঙ্গিত দেয়া হচ্ছিল। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এজন্য তারা একটি কৌশল পরিকল্পনা তৈরির কাজ করছেন। সূত্র: বিসিবি বাংলা।