ভারতের কাছে হেরে ইরানের সামনে বাংলাদেশ
যুব বিশ্বকাপ কাবাডিতে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। বুধবার (০১ মার্চ) রাতে ২৩-৭৪ পয়েন্ট ব্যবধান হারেছে বাংলাদেশ যুব কাবাডি দল।
এই হারে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে বাংলাদেশ। আর শেষ আটে বাংলাদেশকে পড়তে হচ্ছে আরেক কঠিন প্রতিপক্ষের সামনে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক ইরানের সাথে আজই (বৃহস্পতিবার) শেষ চারে ওঠার লড়াই বাংলাদেশের।


বাংলাদেশ জাতীয় কাবাডি দলের কোচ আব্দুল জলিল বলেন, “গ্রুপিংয়ের কারণেই আমরা এবার মার খেয়ে গেলাম। ভারতের গ্রুপে পড়ায় আমাদের রানার্সআপ হতে হয়েছে। অন্য গ্রুপে থাকলে ভালো হতো, আমরা পদক পেতে পারতাম। তা ছাড়া ইরান অনেক শক্তিশালী হওয়ায় মনে হয় না আমাদের ছেলেরা সেমিতে যেতে পারবে।”
সারাদিন/০২ মার্চ/এমবি