ছয় গোল: শেষ মুহূর্তের নাটকে ইন্টারকে রুখে দিল বার্সেলোনা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রুদ্ধশ্বাস এক লড়াই উপহার দিল বার্সেলোনা ও ইন্টার মিলান। বুধবার (৩০ এপ্রিল) রাতে বার্সার অলিম্পিক স্টেডিয়ামে দুই দলের এই লড়াই শেষ হয় ৩-৩ গোলের নাটকীয় ড্র দিয়ে।
রেকর্ডসংখ্যক দর্শকের সামনে ম্যাচের শুরুতেই চমক দেখায় ইন্টার। ম্যাচের মাত্র ১ মিনিটেই ডেনজেল ডামফ্রিজের ব্যাকহিল গোলে এগিয়ে যায় দলটি। এরপর ২১ মিনিটে ডিমারকোর কর্নার থেকে ফ্রান্সেসকো আকেরবির পাসে আবারও গোল করেন ডামফ্রিজ, করেন এক দুর্দান্ত অ্যাক্রোব্যাটিক ভলি—ইন্টার তখন ২-০ ব্যবধানে এগিয়ে।


তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি বার্সেলোনা। ২৩ মিনিটে তরুণ লামিন ইয়ামাল ইন্টারের রক্ষণ ভেদ করে ডানপায়ের নিখুঁত শটে গোল করে ব্যবধান কমান। প্রথমার্ধের শেষ দিকে পেদ্রির ফ্লিকে রাফিনিয়ার ডাউন কন্ট্রোল পাস থেকে ফেরান তোরেস গোল করে সমতায় ফেরান দলকে (২-২)।
দ্বিতীয়ার্ধে ইন্টার অধিনায়ক লাউতারো মার্টিনেজ ইনজুরির কারণে মাঠ ছাড়লে বদলি হয়ে আসেন মেহেদি তারেমি। ৬০ মিনিটে আবারও আলো ছড়ান ডামফ্রিজ। কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি—ইন্টার আবার ৩-২ এ এগিয়ে।
তবে বার্সেলোনা আবারও ফিরে আসে। ছোট কর্নার থেকে রাফিনিয়ার শট বারপোস্টে লেগে গোলকিপার ইয়ান সোমারের পিঠে লেগে জালে ঢুকে পড়ে। ম্যাচ দাঁড়িয়ে যায় ৩-৩ এ।
৭৫ মিনিটে ইন্টার মিডফিল্ডার হেনরিখ মিখিতারিয়ান গোল করলেও ভিএআরে অফসাইড ধরা পড়ে, বাতিল হয় সেই গোল। বিতর্কিত সিদ্ধান্তে রক্ষা পায় বার্সা।
অবশেষে উত্তেজনা আর নাটকীয়তায় ভরা এই ম্যাচটি ড্রতেই শেষ হয়। এখন সব নির্ভর করছে ৬ মে ইন্টারের ঘরের মাঠ জিউসেপ্পে মিয়াজ্জা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দ্বিতীয় লেগের ওপর। সেখান থেকেই নির্ধারিত হবে কে যাবে ফাইনালে, যেখানে অপেক্ষায় প্যারিস সেইন্ট জার্মেই ও আর্সেনালের মধ্যকার বিজয়ী।