যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ব্যস্ত শপিং মলে গুলি, নিহত ৯

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, মে ৭, ২০২৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উত্তর ডালাসের একটি শপিংমলে গুলি চালিয়ে ৯ জনকে হত্যা করেছে এক বন্দুকধারী। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন। এতে আহত হয়েছেন অন্তত ৭ জন। স্থানীয় সময় শনিবার (৬ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ওই হামলার পেছনে বন্দুকধারী একাই রয়েছেন বলে মনে করছে কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, এলেন শহরের ওই শপিংমল থেকে কয়েকশ মানুষকে উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি পথচারীদের ওপর নির্বিচারে গুলি চালান।

দেশটির পুলিশ জানিয়েছে, তারা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ আবর্ট গোলাগুলির এ ঘটনাকে ‘অবর্ণনীয় ট্রাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষকে সব ধরণের সাহায্য করতে প্রস্তুত আছে।

প্রত্যক্ষদর্শী ফন্টেইন পেটন এপি নিউজ এজেন্সিকে বলেছেন, তিনি এইচ এন্ড এম-এ কেনাকাটা করার সময় হেডফোনে গুলির শব্দ শুনেছেন। তিনি বলেন, যখন লোকজনকে শপিংমল থেকে বের করে দেওয়া হয়, তখন তিনি বাইরে মৃতদেহ দেখেছেন।

Nagad

বন্দুক সহিংসতা আর্কাইভ অনুসারে, চলতি বছরের এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১৯৮টি গণগুলির ঘটনা ঘটেছে।