আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৩

নিলামে ১২১ বছরের চকলেট

চকলেট খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই চকলেট কখনো কখনো প্রাচীন জিনিসপত্র সংগ্রাহকদের কাছেও মূল্যবান হয়ে উঠতে পারে। যেমনটি দেখা গেছে যুক্তরাজ্যে। দেশটিতে ১২১ বছরের পুরোনো এক কৌটা চকলেট নিলামে তোলা হচ্ছে। চকলেট নিলামে তোলার কারণ কী? শুধুই কি সেগুলো অনেক পুরোনো বলে? না; চকলেট ও কৌটাটির সঙ্গে জড়িয়ে আছে যুক্তরাজ্যের ইতিহাস। দেশটির রাজা সপ্তম এডওয়ার্ড ও রানি আলেকজান্দ্রার সিংহাসনে অভিষেক উপলক্ষে বিশেষ ওই চকলেট তৈরি করা হয়েছিল।
সপ্তম এডওয়ার্ড ১৯০১ সালে যুক্তরাজ্যসহ ব্রিটেনের অধীনে থাকা উপনিবেশগুলোর রাজা হিসেবে দায়িত্ব নেন। তিনি ছিলেন রানি ভিক্টোরিয়ার বড় ছেলে। এডওয়ার্ডের আনুষ্ঠানিক অভিষেক হয় ১৯০২ সালের ২৬ জুন। ১৯১০ সালে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।এডওয়ার্ডের অভিষেক উপলক্ষে ভ্যানিলা স্বাদের ওই চকলেট দেওয়া হয়েছিল মেরি অ্যান ব্ল্যাকমোর নামের এক স্কুলপড়ুয়া ছাত্রীকে। ৯ বছর বয়সী ওই শিশুর বাড়ি ছিল উত্তর–পূর্ব ইংল্যান্ডের ডারহ্যাম এলাকায়। তবে ভ্যানিলা চকলেট না খেয়ে টিনের কৌটায় ভরে রেখে দিয়েছিল সে। মেরির মৃত্যুর পর সেগুলো তাঁর উত্তরসূরিদের সংরক্ষণে ছিল। তাঁরাও চকলেটগুলো ছুঁয়ে দেখেননি। সুত্র: প্রথম আলো

আরো ২৬ রাফায়েল কিনছে ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্স সফর করছেন। গণমাধ্যমে বলা হচ্ছে, এ সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতের দ্বিপক্ষীয় সহযোগিতা আরো বৃদ্ধি পেতে চলেছে। নিজেদের ব্যবস্থাপনায় তৈরি রণতরির জন্য আরো ২৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনতে পারে নয়াদিল্লি। এদিকে সফর শুরুর আগে ফরাসি একটি সংবাদমাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধিত্বের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন মোদি।
২০১৭ সালে ইমানুয়েল ম্যাখোঁ ক্ষমতায় আসার পর এবার নিয়ে মোট চারবার ফ্রান্স সফর করছেন নরেন্দ্র মোদি। গতকাল প্যারিসে পা রাখার পর মোদিকে লাল গালিচায় অভ্যর্থনা জানানো হয়। ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর সঙ্গে নরেন্দ্র মোদি আজ শুক্রবার ফ্রান্সের জাতীয় দিবস তথা বাস্তিল দিবসের কুচকাওয়াজ পরিদর্শন করবেন। সূত্র: কালের কন্ঠ

ন্যাটো সম্মেলনে প্রত্যাশা পূরণ হলো না জেলেনস্কির

লিথুয়ানিয়ার ভিলনিয়াসে এবারের ন্যাটো সম্মেলনে প্রবল উচ্চাশা নিয়ে এসেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দুই দিনের এই সম্মেলন থেকে তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষেই ন্যাটোতে যোগ দিতে পারবেন এমন আশ্বাস নিয়ে যেতে চেয়েছিলেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটের সদস্যপদ তিনি চাইছেন মূলত তার দেশের জনগণকে আশার আলো দেখাতে, রুশ বাহিনী আর কখনো ইউক্রেনে আক্রমণ করার সাহস দেখাবে না- এমন পরিস্থিতি তৈরি করতে। কিন্তু তা হয়নি। উল্টো তাকে বলা হচ্ছিল, ইউক্রেনকে তখনই সদস্যপদের আমন্ত্রণ দেওয়া হবে, যখন ‘মিত্ররা একমত হবে এবং সব শর্ত পূরণ হবে’। অর্থাৎ, কোনো আশ্বাস নয়। ফলে অনেকটা বিফল মনোরথ হয়েই ফিরতে হয়েছে তাকে। অবশ্য শীর্ষ বৈঠকের শুরুতেই তিনি কড়া ভাষায় তার উষ্মা প্রকাশ করেন। বলেছিলেন ন্যাটোর নেতারা যে একটা সময়সূচি দিতেও রাজি নন সেটা নেহায়েতই ‘অযৌক্তিক’। তিনি বলেন, শর্তগুলোও ‘ধোঁয়াটে’। এ ছাড়াও জেলেনস্কি চরম ক্ষুব্ধ হয়েছিলেন এ কারণে যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ পরবর্তী আলোচনায় ন্যাটো যে কোনোভাবে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার বিষয়টি দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চাইবে। অবশ্য প্রেসিডেন্ট জেলেনস্কি ন্যাটোর নেতাদের সঙ্গে মুখোমুখি কথা বলার পর কূটনৈতিক ক্ষোভের ঝড় কিছুটা প্রশমিত হয়েছে। সম্মেলনের শেষ দিন তারা একরকম জেলেনস্কিকে আশ্বস্ত করতে পেরেছেন এই বলে যে পরিস্থিতি বদলেছে এবং ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে। সূত্র: বিডি প্রতিদিন

Nagad

বিশ্বে খাদ্য সংকটে ৭৩ কোটি মানুষ
এফএও’র প্রতিবেদন : ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত বিশ্ব সম্ভব নয়

বিশ্বজুড়ে ২০২২ সালে তীব্র খাদ্য সংকটে ভুগছেন অন্তত ৭৩ কোটি ৫০ লাখ মানুষ। করোনা মহামারির আগেকার সময়ের তুলনায় এই সংখ্যা ১২ কোটিরও বেশি। বুধবার বাৎসরিক ‘স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের বৈশ্বিক খাদ্য ও কৃষি নিরাপত্তাবিষয়ক সংস্থা ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অরগানাইজেশন (এফএও)। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে বিশ্বজুড়ে যত মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগতেন করোনা মহামারির কারণে সেই সংখ্যায় যোগ হয়েছে আরও ১২ কোটি ২০ লাখেরও বেশি মানুষ। ‘২০১৯ সালে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তোলার অঙ্গীকার করেছিল। কিন্তু বর্তমানে বিশ্বে যে হারে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে তাতে ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তোলা সম্ভব তো নয়ই, উলটো এই সময়সীমার মধ্যে আরও ৬০ কোটি মানুষ যোগ হবে,’ উল্লেখ করা হয় জাতিসংঘের প্রতিবেদনে। ফাও’র শীর্ষ অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরেরো কালেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে, এটা খুবই খারাপ একটি সংবাদ।’ জাতিসংঘের প্রতিবেদেন বলা হয়েছে, অভ্যন্তরীণ সংঘাত ও গৃহযুদ্ধ, চরমভাবাপন্ন আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত নানা দুর্যোগের কারণে গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে কৃষি উৎপাদন ব্যাহত হওয়া বৈশ্বিক খাদ্যনিরাপত্তার জন্য দিন দিন বড় ঝুঁকি তৈরি করছে। বিশ্বের কিছু অংশে অবশ্য খাদ্য নিরাপত্তাগত পরিস্থিতির উন্নতি হয়েছে। দক্ষিণ আমেরিকা ও এশিয়ার অনেক দেশের খাদ্য সংকট এখন নিয়ন্ত্রণে। কিন্তু ক্যারিবিয়ান অঞ্চল, পশ্চিম এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে দিন দিন এ সংকট বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘ। রয়টার্স-সূত্র; যুগান্তর

যুক্তরাষ্ট্রের ঘোষণার ৬ দিনের মধ্যে গুচ্ছ বোমা পেল ইউক্রেন

ক্লাস্টার বা গুচ্ছ বোমা দেওয়ার ঘোষণার ছয়দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের এই বিপজ্জনক বোমা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। জুনের প্রথম সপ্তাহে দখলকৃত স্থান থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। তবে তাদের এ অভিযান প্রত্যাশা অনুযায়ী হয়নি। কারণ ইউক্রেন পাল্টা আক্রমণ শুরুর আগেই দখল করা অঞ্চলগুলোতে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে রুশ সৈন্যরা। যুক্তরাষ্ট্র বলছে, রুশ সেনাদের এই প্রতিরোধ ভাঙার জন্য এখন সবচেয়ে কার্যকরী অস্ত্র হবে ক্লাস্টার বোমা।তবে এই বোমাটির ব্যবহার বিশ্বের ১২০টি দেশে নিষিদ্ধ রয়েছে। কারণ বোমাটি বেসামরিক মানুষের জন্যও বিপদের কারণ হতে পারে। ক্লাস্টার বোমা হচ্ছে রকেট সদৃশ। যার ভেতরে ভেতরে ছোট ছোট অনেক বোমা থাকে। যখন বোমাটি ছোড়া হয় তখন ছোট বোমাগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছড়ে পড়ে এবং একের পর এক বিস্ফোরিত হতে থাকে। তবে এ বোমার বিপজ্জনক দিক হলো—ছোটো বোমাগুলোর সবগুলো সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় না। আর অবিস্ফোরিত এ বোমাগুলো কয়েক বছর পর্যন্ত অক্ষত থাকতে পারে। ফলে যুদ্ধকালীন ও যুদ্ধপরবর্তী সময়ে যদি বেসামরিক কোনো মানুষ এগুলোর কাছে যান, তাহলে বোমা বিস্ফোরিত হয়ে প্রাণহানি ঘটতে পারে। সূত্র; সমকাল

চাঁদের উদ্দেশ্যে আজ চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করবে ভারত

২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ল্যান্ডার ‘বিক্রম’কে চাঁদের পিঠে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল ইসরোর চন্দ্রযান-২। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে চাঁদের মাটি ছোঁয়ার প্রস্তুতি নিয়েছে ভারতের সংস্থা। আজ শুক্রবার দুপুরে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩। ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার কাউন্টডাউন। আজ শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হবে। এই অভিযান সফল হলে চাঁদে মহাকাশযান সফলভাবে অবতরণকারী দেশগুলোর মধ্যে ভারত চতুর্থ দেশ হবে। সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের পাশাপাশি ভারতের নামও যোগ হবে।মাত্র ৭৫ মিলিয়ন ডলারের কম বাজেটে নির্মিত এই চন্দ্রযান-৩ এবং মহাকাশ অনুসন্ধানে ভারতকে একটি শক্তিশালী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবে। সূত্র: আজকের পত্রিকা।

রুশ প্রতিরক্ষার ‘সরষেয় ভূত’

ইউক্রেন যুদ্ধে পরাশক্তি রাশিয়ার পিছিয়ে থাকা কিংবা কাক্সিক্ষত সফলতা না পাওয়ার জন্য সামরিক কৌশলের ব্যর্থতা, অস্ত্রের জোগান না আসাকে দায়ী করা হচ্ছে। এমনকি ইউক্রেনের খারকিভ, খেরসনে রাশিয়ার সেনাবাহিনীকে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেতে দেখা যায়, যা ছিল অপ্রত্যাশিত। এসবের জন্য রুশ প্রতিরক্ষা শীর্ষদের দিকে বারবার অভিযোগের আঙুল উঠছে। বিশেষ করে বাখমুতে লড়াইয়ের সময় পরপর কয়েকটি ভিডিও বার্তায় সরাসরি রাশিয়ার প্রতিরক্ষা বিভাগের আমলাতন্ত্র ও শীর্ষদের অবহেলাকে দায়ী করেছিলেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এমনকি রাশিয়ার প্রতিরক্ষা শীর্ষদের প্রতি তার সেই ক্রোধ গড়িয়েছিল বিদ্রোহে, যা প্রিগোজিন ও ওয়াগনারের ভবিষ্যৎকে করেছে অনিশ্চিত। এবার প্রিগোজিনের মতো প্রতিরক্ষা শীর্ষদের দোষ দেওয়ায় বরখাস্ত হলেন রাশিয়ার সিনিয়র জেনারেল ইভান পপভ।সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া একজন সিনিয়র রুশ জেনারেলকে হঠাৎ বরখাস্ত করেছে রাশিয়া। তিনি যুদ্ধে রাশিয়ান সেনাদের পর্যাপ্ত সমর্থন না দেওয়ার অভিযোগ এনেছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। এরপর তাকে বরখাস্ত করা হয়েছে বলে ওই জেনারেল দাবি করেন। জেনারেল ইভান পপভ ৫৮তম সম্মিলিত সশস্ত্র বাহিনীর কমান্ডার ছিলেন, যেটি জাপোরিজিয়া অঞ্চলে বড় ধরনের যুদ্ধে নিয়োজিত ছিল। তিনি ইউক্রেনে রুশ অভিযানে অংশ নেওয়া সবচেয়ে সিনিয়র অফিসারদের মধ্যে একজন। গত বুধবার গভীর রাতে টেলিগ্রামে প্রকাশিত একটি অডিওতে জেনারেল পপভ পালটা আক্রমণে পর্যাপ্ত সেনার অভাব, আর্টিলারি রিকনেসান্স স্টেশনের অনুপস্থিতি, শত্রু আর্টিলারি থেকে রুশ সেনাদের মৃত্যু ও আহত সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন। তিনি আরও বলেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সেনারা আমাদের সেনাবাহিনীকে সামনে থেকে ভেঙে ফেলতে পারেনি, (কিন্তু) আমাদের সিনিয়র কমান্ডাররা আমাদের পেছন থেকে আঘাত করছেন, তাদের বিশ্বাসঘাতকতা আমাদের সেনাবাহিনীর শিরñেদ করছে।’ সূত্র: দেশ রুপান্তর

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে ভীত নন বিল গেটস, কিন্তু কেন?

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সম্পর্কিত ঝুঁকির প্রশ্নে নিজেদের মতামত ব্যক্ত করে চলেছেন প্রযুক্তি বিশ্বের খ্যাতনামা ব্যক্তিরা; এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন মার্কিন বিলিয়নিয়ার বিল গেটস। সম্প্রতি গেটস জানিয়েছেন, এ বিষয়ে তিনি খুব একটা চিন্তিত নন। এই প্রযুক্তি নিয়ে বিপদের আশঙ্কা ও প্রচুর সতর্কবার্তা শোনার পর এবার যখন আশার বাণী শোনাচ্ছেন গেটস, তখন নতুন কিছু আইডিয়াও যুক্ত হয়েছে এর সঙ্গে।মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও মানবহিতৈষী বিল গেটস তার ব্যক্তিগত ব্লগ গেটসনোটস-এ দুদিন আগেই এআই নিয়ে কথা বলেছেন। গেটস লিখেছেন, “আমি স্বীকার করছি যে প্রায়ই এআই নিয়ে উদ্বেগের কথা শুনছি ও পড়ছি এবং এর মধ্যে অনেকগুলো আমার মধ্যেও কাজ করে। তবে আমি নিজে এ সম্পর্কে কি ভাবি তা ব্যাখ্যা করতে চাই।”এই বিলিয়নিয়ার বিজনেস ম্যাগনেটের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ‘আমাদের জীবদ্দশায় দেখা সবচেয়ে বেশি পরিবর্তন সৃষ্টিকারী একটি প্রযুক্তি।’ সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড্

হলিউডে অভিনয় শিল্পী, কুশলীদের নজিরবিহীন ধর্মঘটের ঘোষণা

যুক্তরাষ্ট্রের হলিউডের চিত্রনাট্যকারদের ধর্মঘটে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন অভিনয় শিল্পীরাও, যার ফলে গত ষাট বছরের মধ্যে সবচেয়ে বড় অচলাবস্থার পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেখানে। মুনাফা থেকে ন্যায্য পাওনা আর ভালো কর্ম পরিবেশের দাবিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে অভিনয় শিল্পীদের সংগঠন দ্যা স্ক্রিন অ্যাক্টর গিল্ড বা এসএজি।ফলে আজ থেকে প্রায় এক লাখ ষাট হাজার শিল্পী কাজ বন্ধ করে দেয়ার কথা।এর ফলে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টিভি প্রডাকশনের বড় অংশের কাজ স্থবির হয়ে যাওয়ার আশংকা তৈরি হয়েছে।ধর্মঘট ঘোষণার পর সিলিয়ান মারফি, ম্যাট ডামোন এবং এমিলি ব্লান্ট এর মতো শিল্পীরা লন্ডনে ক্রিস্টোফার নোলানের একটি চলচ্চিত্রের প্রিমিয়ার শো থেকে ফিরে গেছেন। সূত্র: বিবিসি বাংলা।

উৎক্ষেপণের অপেক্ষায় ভারতের চন্দ্রযান-৩
এই অভিযান সফল হলে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুর কাছে একটি রোবটযান নামাতে সক্ষম হবে। চাঁদের ওই অংশ এখনও খুব কমই জানে মানুষ।

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারতকে চাঁদে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে উৎক্ষেপণের অপেক্ষায় চন্দ্রযান-৩।
ভারতের তৃতীয় চন্দ্রাভিযানের এই মহাকাশযান তৈরি হয়েছে অরবিটার, ল্যান্ডার ও রোভার- এই তিনটি অংশ নিয়ে।ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সব ঠিক থাকলে শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিট ১৭ সেকেন্ডে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ হবে চন্দ্রযান ৩। পুরো ভারত এখন সেই মুহূর্তের অপেক্ষায়।আর এই অভিযান সফল হলে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুর কাছে একটি রোবটযান নামাতে সক্ষম হবে। চাঁদের ওই অংশ এখনও খুব কমই জানে মানুষ। সূত্র: বিডি নি উজ।