আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩

ডিএনএ পরীক্ষায় নিশ্চিত প্রিগোজিনের মৃত্যু

ওয়াগনার প্রধান প্রিগোজিনের পরিচয় নিশ্চিত করেছে ডিএনএ পরীক্ষায়। জানাল মস্কো। রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের দেহের জেনেটিক বিশ্লেষণে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে মস্কো। তদন্ত কমিটি জানিয়েছে, বিমান দুর্ঘটনায় নিহত ১০ জনের পরিচয় পাওয়া গেছে এবং ওই বিমানের যাত্রীদের তালিকায় থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট প্রিগোজিনের প্রাইভেট জেটটি মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলে ভেঙে পড়ে। মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে ‘এমব্রায়ের লিগ্যাসি’ নামের ওই বিমানটি দুর্ঘটনা ঘটে। প্রিগোজিন, পাইলট, ক্রু এবং যাত্রীসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে এ বিমান দুর্ঘটনায়।রাশিয়ার তদন্ত কমিটি তাদের টেলিগ্রাম অ্যাপে এক বিবৃতিতে বলেছে, ‘তিভিয়ের অঞ্চলে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তের অংশ হিসেবে মলিকুলার-জেনেটিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ পরীক্ষার ফলে নিহত ১০ জনেরই পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বিমানের যাত্রী তালিকায় যাদের নাম ছিল তাদের সঙ্গে এর মিল পাওয়া গেছে। বিমান বিধ্বস্তের এ ঘটনা নিয়ে বিশ্বজুড়ে রীতিমতো হইচই হয়েছে। তৈরি হয়েছিল ধোঁয়াশা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটিয়েছেন এমন অভিযোগ ওঠে। আবার প্রিগোজিন সত্যিই মারা গেছেন কি না, তা নিয়ে সামান্য হলেও সংশয় ছিল। সূত্র: বিডি প্রতিদিন।

পুতিন ও প্রিগোশিন: দীর্ঘদিনের বন্ধুত্ব যেভাবে বৈরিতায় রূপ নেয়

নব্বইয়ের দশকের শুরুর দিক। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার রাজনৈতিক অবস্থা তখন খুবই নাজুক। সে সময় দেশটির সেন্ট পিটার্সবার্গ শহরে ইয়েভগেনি প্রিগোশিনের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় ভ্লাদিমির পুতিনের। তিনি তখনো রাশিয়ায় রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে আসেননি। আর প্রিগোশিনের হাত ধরে ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার গ্রুপও গড়ে ওঠেনি।সেন্ট পিটার্সবার্গ শহরে জন্ম পুতিন ও প্রিগোশিনের। শহরটিকে রাশিয়ার সাংস্কৃতিক কেন্দ্রও বলা হয়। সেখানে রয়েছে রাশিয়ার বিখ্যাত হারমিটেজ আর্ট মিউজিয়াম ও ইম্পেরিয়াল উইন্টার প্যালেস। সেন্ট পিটার্সবার্গের আরেকটি পরিচয় আছে। তা হলো, এ শহর রাশিয়ার অপরাধের রাজধানী, শক্তিশালী সব অপরাধী চক্রের ঘাঁটি। সেন্ট পিটার্সবার্গে পুতিন ও প্রিগোশিনের প্রথম সাক্ষাৎ কোন ঘটনাচক্রে হয়েছিল, তা জানা যায়নি। প্রিগোশিন তখন সবেমাত্র কারাগার থেকে ছাড়া পেয়েছেন। আর সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির কর্মকর্তা হিসেবে পূর্ব জার্মানিতে এক অভিযান শেষ করে দেশে ফিরেছেন পুতিন। এরপর পা রাখার চেষ্টা করছেন রাজনীতিতে। সূত্র: প্রথম আলো

বি২০ সম্মেলন
আফ্রিকান ইউনিয়নকে জি২০ জোটে চান মোদি
* গণতান্ত্রিক পুনর্বিশ্বায়ন চায় গ্লোবাল সাউথ * উৎপাদক হতে চায় গ্লোবাল সাউথ

বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি২০-তে আফ্রিকান ইউনিয়নকে (এইউ) অন্তর্ভুক্ত করার আহবান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রবিবার নয়াদিল্লিতে জি২০ জোটের ব্যাবসায়িক ফোরাম বি২০ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই আহবান জানান। আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি২০ জোটের সম্মেলন। বিভিন্ন দেশের নেতাদের আগমন উপলক্ষে দিল্লিতে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা।নিয়ন্ত্রণ করা হবে ট্রাফিক। সম্মেলন সফল করতে দিল্লিবাসীকে সাময়িক অসুবিধা মেনে নেওয়ার আহবান জানিয়েছেন মোদি।জি২০ জোটে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ১৯টি দেশ। বিশ্বের মোট জিডিপির ৮৫ শতাংশ এবং মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে এই জোট। সূত্র: কালের কণ্ঠ

Nagad

দৃষ্টি এবার দিল্লিতে
♦ হাসিনা-মোদি দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বাইডেনের সঙ্গে দেখা হবে প্রধানমন্ত্রীর ♦ কথা হবে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ফ্রান্সসহ ২৮ রাষ্ট্র ও সরকার প্রধানের অনেকের সঙ্গে ♦ কূটনীতির চেয়ে রাজনৈতিক অঙ্গনেই আগ্রহ-আলোচনা বেশি

পাঁচ দিনের সফরে আগামী মাসে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দ্বিপক্ষীয় বৈঠক হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। জাতীয় সংসদ নির্বাচনের আগে এটাই হবে তাঁর শেষ ভারত সফর। এ জন্য দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে এমনিতেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এ ভারত সফর। তবে এ সফর ভিন্নমাত্রা এনে দিয়েছে একই সময়ে নয়াদিল্লিতে বিশ্বের হাইপ্রোফাইল সব রাষ্ট্র ও সরকারপ্রধানদের উপস্থিতি। থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা। তাঁদের সঙ্গেই জি-২০ সম্মেলনের বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের দুই দিনের নানা আনুষ্ঠানিকতায় তাঁদের সঙ্গে দেখা হবে ও কথা হবে তাঁর। জো বাইডেনের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো সূচি না থাকলেও সাইডলাইনে একাধিক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ সেপ্টেম্বর ভারত সফর শুরু করবেন। ১২ সেপ্টেম্বর তিনি সফর শেষ করবেন। সফরে মূলত প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। বাংলাদেশ এই ফোরামের সদস্য না হলেও অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রন জানানো হয়েছে। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সূচি এখনো চূড়ান্ত হয়নি। সূত্র: বিডি প্রতিদিন।

ভারতে লোকসভা নির্বাচন
মোদিকে হটাতে একাট্টা ইন্ডিয়া জোট

লোকসভা নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতার চেয়ার থেকে হটাতে একাট্টা হয়েছে ভারতের ২৬টি বিরোধী রাজনৈতিক দল নিয়ে গঠিত ‘ইন্ডিয়া জোট’। আগামী ৩১ আগস্ট ফের বৈঠকে বসছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলোর ‘ইন্ডিয়া জোট’। সেই বৈঠক থেকে বড় কোনো সিদ্ধান্ত আসবে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে দেশটির রাজনৈতিক মহল। তবে ক্ষমতাসীন বিজেপির মহাজোটও (এনডিএ) আত্মবিশ্বাসী। বিভিন্ন জরিপের ইতিবাচক ফল কিছুটা স্বস্তিতে রয়েছে গেরুয়া শিবির।কয়েকটি জরিপের ফল বিশ্লেষণ করে দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, নির্বাচনী বছরের শুরুতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ৭২ শতাংশ মানুষ মোদির প্রতি খুশি ছিলেন। চলতি আগস্ট মাসের আগে দেশটির প্রধানমন্ত্রীর জনপ্রিয়তায় ভাটা পড়েছে। ৯ শতাংশ কমে বর্তমানে ৬৩ শতাংশে পৌঁছেছে মোদির জনপ্রিয়তা। ইন্ডিয়া টুডে ও জরিপ সংস্থা সি-ভোটারের এক জরিপে মোদির জনপ্রিয়তা আরও কমেছে বলে উঠে এসেছে। তবে দেশটির ৫২ শতাংশ মানুষ মোদিকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। জরিপের ফলে রেডলাইনে দাঁড়িয়ে ‘মহাজোট’ কিছুটা স্বস্তি অনুভব করলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট। সূত্র: সমকাল

ইউক্রেনে ঘুস নেন বাইডেন
কিয়েভের সাবেক প্রসিকিউটর জেনারেল ভিক্টর শোকিনের সাক্ষাৎকার

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ইউক্রেনের কাছ থেকে ঘুস নিয়েছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের সাবেক প্রসিকিউটর জেনারেল ভিক্টর শোকিন (৭০) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন। জানান, ২০১৬ সালে ইউক্রেনের জ্বালানি কোম্পানি বুরিসমা এনার্জির কাছ থেকে ঘুস গ্রহণ করেছিলেন বাইডেন। ফক্স নিউজের ‘ওয়ান নেশন’ নামের প্রোগ্রামে ব্রায়ান কিলমেডকে দেওয়া শোকিনের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে শনিবার রাত ৮টায়। সাক্ষাৎকারে শোকিন জানান, ২০১৬ সালের দিকে তিনি বুরিসমা এনার্জি কোম্পানির ওপর একটি তদন্ত পরিচালনা করছিলেন। সে সময় শোকিনকে তার দায়িত্ব থেকে বরখাস্ত করতে ইউক্রেনের তৎকালীন প্রেসিডেন্ট পিওতর পরশেঙ্কোকে চাপ দিয়েছিলেন বাইডেন। বুরিসমা কোম্পানির পক্ষ থেকে এই চাপ প্রয়োগ করেছিলেন তিনি। এনার্জি কোম্পানিটির তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বিনিময়ে প্রতিষ্ঠানটির কাছ থেকে ঘুস নিয়েছিলেন তিনি।শোকিন আরও বলেন, পরশেঙ্কো ও বাইডেন বুঝতে পেরেছিলেন, ‘আমি যদি তদন্ত চালিয়ে যাই তাহলে বুরিসমায় হান্টার বাইডেনসহ দুর্নীতির সঙ্গে জড়িতদের প্রমাণ ফাঁস হয়ে যাবে।’ আর এর ভিত্তিতেই বরখাস্ত করা হয় তাকে। ইউক্রেনে যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। জানান, ‘এটিও সত্য যে, জো বাইডেন আমাকে বরখাস্ত করার জন্য চাপ দিতে ১০০ কোটি ডলার নিয়েছিলেন।’ তবে শোকিনের দাবি প্রত্যাখ্যান করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র ইয়ান স্যামস। সূত্র যুগান্তর

নাগরিকদের কাছ থেকে দুর্নীতিবাজদের তথ্য চাচ্ছে সৌদি আরব

সৌদি আরব সরকার দুর্নীতি দমনে বিশেষ অভিযান শুরু করেছে। দেশটির দুর্নীতি দমন সংস্থা নাজাহ সন্দেহভাজন যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য দিতে নাগরিকদের উৎসাহিত করছে। যে কেউ চাইলে এ ধরনের ব্যক্তি ও সংস্থার ব্যাপারে ফোন কল, ই–মেইলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিতে পারবেন। দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নাজাহ উল্লেখ করেছে, দুর্নীতির মামলা আছে কি না তা ভাবতে হবে না অভিযানকারীকে। অভিযানকারী শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবেন এবং তদন্তের আলামত সংগ্রহ করবেন। সূত্র: আজকের পত্রিকা।

মোদি মোকাবিলায় ব্যস্ত বিরোধীরা

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের জরিপে জনপ্রিয়তায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর চেয়ে বেশ এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূল্যস্ফীতিতে জন-অসন্তোষ বাড়লেও তাতে মোদির জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং ভারতের সামরিক সক্ষমতা, হিন্দুত্ববাদ এবং সর্বশেষ চন্দ্রাভিযানের সাফল্যেও জনপ্রিয়তার পাল্লা ভারী মোদির। ইন্ডিয়া টুডের জরিপের ফলাফলের কয়েক সপ্তাহ আগে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মোদি সামাজিক যোগাযোগমাধ্যমেও রাহুলের চেয়ে এগিয়ে।এ জনপ্রিয়তার মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনে মোদিকে সম্মিলিতভাবে মোকাবিলার হিসাবনিকাশে ব্যস্ত বিরোধীরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল রবিবার এক প্রতিবেদনে তুলে ধরে বিরোধীদের ব্যস্ততার কথা। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের মাঠ গরম হতে শুরু করেছে। সবার চোখ এখন ২৬ দলীয় বিরোধীদের জোট ইনডিয়ার মুম্বাই সম্মেলনের দিকে।
এনডিটিভি বলছে, এ সম্মেলনে ইনডিয়া জোটের লোগো (প্রতীক) উন্মোচিত হতে পারে। একই সঙ্গে আসন বণ্টনের বিষয় নিয়েও এবার আলোচনা শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ২৬ দলীয় জোট সম্প্রসারণে আরও কিছু প্রভাবশালী স্থানীয় রাজনৈতিক শক্তির অংশগ্রহণ নিশ্চিত করা নিয়েও আলোচনা হবে ৩১ আগস্ট মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে শুরু হতে যাওয়া এ সম্মেলনে। যেখানে ইতিমধ্যে ক্ষমতায় আছে বিজেপি-শিবসেনা সরকার। সূত্র: দেশ রুপান্তর

মাগশটের পর ৭১ লাখ ডলার সংগ্রহ করেছে ট্রাম্পের প্রচার শিবির

জর্জিয়া রাজ্যের আটলান্টায় কয়েদি হিসাবে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মাগশট তোলার পর ৭১ লাখ ডলার সংগ্রহ হয়েছে বলে জানিয়েছে তার নির্বাচনী প্রচার শিবির। মগ, টি-শার্ট এবং ট্রাম্পের রাগী মুখচ্ছবি সম্বলিত শীতল পানীয় বিকিকিনি থেকেই বেশির ভাগ অর্থ এসেছে বলে জানিয়েছে বিবিসি।২০২০ সালের ভোটের ফল পাল্টানোর চেষ্টার মামলায় অভিযুক্ত ট্রাম্প গত বৃহস্পতিবার জর্জিয়ার আটলান্টা কারাগারে আত্মসমর্পণ করে জামিন পান। আর এর ফল হিসেবে ইতিহাসে প্রথমবারের মত কয়েদি হিসাবে তোলা কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের মাগ শট (মুখচ্ছবি) দেখার সুযোগ হয় বিশ্বের। সূত্র: বিডি নিউজ

যে মুসলমানরা হাজার হাজার ইহুদিকে ‘হলোকাস্ট’ থেকে বাঁচিয়েছিলেন

ইউরোপের দেশগুলির মধ্যে আলবেনিয়া এমন একটি দেশ যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ইহুদি জনসংখ্যা বেড়ে গিয়েছিল। অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় সেসময় দেশটিতে ইহুদিদের সংখ্যা বেড়ে যায়। আলবেনীয় বেশিরভাগ পরিবারই মুসলমান।নাৎসি শাসনের নিপীড়নের শিকার হয়ে হাজার হাজার ইহুদি জার্মানি এবং অস্ট্রিয়ার মতো দেশ থেকে পালাতে শুরু করে। তখন আলবেনীয় পরিবারগুলো তাদের বাড়িতে ইহুদিদের আশ্রয় দেয়, পালিয়ে আসা শরণার্থীদের প্রাণ রক্ষা করে তারা।দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই, ১৯৩৮ সালে আলবেনিয়ার রাজা প্রথম জোগ ৩০০ জনেরও বেশি ইহুদিকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন, যাদের এমনকি আলবেনীয় নাগরিকত্বও দেওয়া হয়েছিল। সূত্র; বিবিসি বাংলা ্