আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৩

ইউক্রেনে এখন সেনা পাঠাবেন না সুনাক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইউক্রেনে ব্রিটিশ সামরিক প্রশিক্ষক মোতায়েনের কোনো আশু পরিকল্পনা তাঁর সরকারের নেই। গতকাল রোববার ম্যানচেস্টারে সাংবাদিকদের কাছে সুনাক এসব কথা বলেন। অবশ্য গতকালই তাঁর সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে সামরিক প্রশিক্ষণ দিতে ব্রিটিশ সেনারা ইউক্রেনে যেতে পারেন।রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি কমাতে ইউক্রেনে এখন পর্যন্ত আনুষ্ঠানিক সামরিক উপস্থিতি এড়িয়ে চলছে যুক্তরাজ্য ও তার মিত্ররা।গত মাসে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান গ্রান্ট শ্যাপস। তিনি গতকাল দ্য সানডে টেলিগ্রাফ পত্রিকাকে একটি সাক্ষাৎকার দেন। এতে শ্যাপস বলেন, তিনি ইউক্রেনে ব্রিটিশ সামরিক প্রশিক্ষক মোতায়েন করতে চান। সূত্র: প্রথম আৃলো

আলবেনীয় ও সার্বদের বিবাদ চরমে
কসোভো সীমান্তে সেনা বাড়াচ্ছে সার্বিয়া

ইউরোপের ঐতিহাসিকভাবে অস্থির বলকান অঞ্চলে কসোভো-সার্বিয়া বিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। রাশিয়া ও চীনের মিত্র দেশ হিসেবে পরিচিত সার্বিয়া সম্প্রতি কসোভো সীমান্তে সেনা সমাবেশ করেছে। বেলগ্রেডের বিরুদ্ধে যুদ্ধের উসকানি দেওয়ার অভিযোগ তুলেছেন মুসলিমপ্রধান কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি। এ নিয়ে সার্বিয়াকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া সার্বিয়ার দক্ষিণাঞ্চলের রাস্কা গ্রামে কসোভো সীমান্তে সেনাসংখ্যা বাড়াচ্ছে সার্বিয়া। যুক্তরাষ্ট্র গত শুক্রবার বলেছে, সার্বিয়া যেভাবে সীমান্তে সেনা সমাবেশ করছে তা ‘নজিরবিহীন’ এবং অবিলম্বে সেনা প্রত্যাহার করতে হবে। সূত্র: কালের কণ্ঠ

সাইফার মামলায় অভিযুক্ত ইমরান হতে পারে বড় শাস্তি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে সাইফার মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে এই মামলায় ইমরান খান ও কোরেশির মৃত্যুদ ও হতে পারে। গতকাল দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে সাইফার মামলার বিচারের লক্ষ্যে একটি বিশেষ আদালত গঠিত হয়েছে। এফআইএ-এর কর্মকর্তারা এই আদালতেই ইমরান খান ও মাহমুদ কোরেশিকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করে চার্জশিট জমা দিয়েছেন। চার্জশিটে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৫ ও ৯ ধারায় অভিযোগ এনেছে। এই অভিযোগ প্রমাণিত হলে আসামিদের মৃত্যুদ কিংবা ১৪ বছরে কারাদ হতে পারে। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

পরমাণু সাবমেরিনে ৪৬০ কোটি ইউরো ঢালছে যুক্তরাজ্য

পরমাণু সাবমেরিনের জন্য ৪৬০ কোটি ইউরো খরচ করবে যুক্তরাজ্য। এইইউকেইউএস প্রকল্পে এই টাকা ঢালছে তারা।অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নিজেদের ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এইউকেইউএস জোট তারই অন্যতম ফসল। ২০২১ সালে এই জোট তৈরি হয়েছিল। সেই জোট সিদ্ধান্ত নিয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনকে টক্কর দিতে তারা পরমাণু অস্ত্র মজুত সাবমেরিন মোতায়েন করবে। ২০৩০ সালের মধ্যে এই কাজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই প্রকল্পকে বাস্তবায়িত করতে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। পরমাণু সাবমেরিন তৈরির জন্য তারা চার দশমিক ছয় বিলিয়ন ইউরো খরচের সিদ্ধান্ত নিয়েছে। সাবমেরিন তৈরি করবে যুক্তরাজ্যের সংস্থা বিএই সিস্টেমস। সূত্র: সমকাল

তাপের প্রকোপে মরছে আমাজনের ডলফিন

তাপের প্রকোপে মরছে আমাজনের ডলফিন। ঐতিহাসিক খরা ও রেকর্ড-উচ্চ পানির তাপমাত্রার মধ্যে ব্রাজিলের আমাজনে শতাধিক ডলফিন মৃত অবস্থায় পাওয়া গেছে। তাপমাত্রা ১০২ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করেছে। ব্রাজিলের বিজ্ঞান মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত একটি গবেষণা সুবিধা মামিরাউ ইনস্টিটিউটের মতে, মৃত ডলফিনগুলোকে গত সাত দিনে লেক টেফে অঞ্চলে পাওয়া গেছে। সংস্থাটি ধারণা করেছে, রেকর্ড-উচ্চ হ্রদের তাপমাত্রা এবং আমাজনে একটি ঐতিহাসিক খরার কারণে এমনটি হয়েছে। সিএনএন। ওই এলাকায় বসবাসকারী ব্রিটিশ গবেষক ড্যানিয়েল ট্রেগিডগো বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। খবরটি এই অঞ্চলে মানুষের কার্যকলাপ এবং চরম খরার প্রভাব নিয়ে জলবায়ুবিজ্ঞানীদের উদ্বেগ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এখন খরা চলছে এবং লেক টেফে অঞ্চলটি উচ্চতাপমাত্রার সঙ্গে যুক্ত। এখানকার কিছু জায়গায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস (১০২ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে গেছে। সংস্থাটি জানায়, আমাজন নদী, বিশ্বের বৃহত্তম জলপথ, বর্তমানে শুষ্ক মৌসুমে রয়েছে এবং নদীর প্রাণীজগতের বেশ কয়েকটি নমুনাও রেকর্ড-উচ্চ তাপমাত্রায় ভুগছে। মামিরাউয়া ইনস্টিটিউটের গবেষক আয়ান ফ্লিসম্যান বলেন, ‘রোগ, পয়ঃনিষ্কাশন ও দূষণসহ বেশ কয়েকটি সম্ভাব্য কারণ হিসাবেও অনুসন্ধান করা হচ্ছে। তবে পানির তাপমাত্রা অবশ্যই প্রধান কারণ।’ সূত্র: যুগান্তর

৪০ বছর অপেক্ষা, আর নয়: ইইউতে যোগদান প্রসঙ্গে এরদোয়ান

৪০ বছর ধরে ইউরোপের দেশগুলোর শক্তিশালী অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিতে চেষ্টা করছে তুরস্ক। তবে এখনো যোগ দিতে পারেনি দেশটি। স্থানীয় সময় রোববার পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ‘তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে এখন আর কোনো কিছুই আশা করে না। যেটি আমাদের তাদের দরজায় ৪০ বছর অপেক্ষায় রেখেছে।’ সূত্র: আজকের পত্রিকা।

ভারতের সংকটে বিশ্বের শঙ্কা

গম, ধান, আখ, চিনাবাদাম, পেঁয়াজ ও মিঠাপানির মাছ উৎপাদনে ভারতের স্থান বিশ্বে দ্বিতীয়। কলা ও সাপোটা উৎপাদনে ভারতের স্থান বিশ্বে প্রথম। এ ছাড়া বিশ্বের মোট উৎপাদিত ফলের ১০ শতাংশ ভারতে উৎপাদিত হয়। এর বড় অংশ প্রতি বছর রপ্তানিও করে দেশটি; বিশেষ করে চাল, বিশ্ব বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ চাল রপ্তানি হয় ভারত থেকে। এই চালের ওপর নির্ভরশীল বিশ্বের অনেক দেশ। কিন্তু আগামী পাঁচ বছর ভারত নিজে এবং তার ওপর নির্ভরশীল অনেক দেশই পড়তে পারে খাদ্যসংকটে। কারণ এল নিনোর প্রভাবে ইতিমধ্যে দেশটিতে আগের পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। আগামী চার বছর তা অব্যাহত থাকতে পারে। এতে করে কৃষি উৎপাদন কমে গিয়ে ঝুঁকিতে পড়তে পারে বিশ্বের খাদ্যনিরাপত্তা। ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাতে আলজাজিরা এক প্রতিবেদনে বলেছে, ভারতে চলতি বর্ষা মৌসুমে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন ও বিশেষ আবহাওয়াগত অবস্থা এল নিনোর প্রভাবে চলতি বছরের আগস্ট মাস ছিল দেশটিতে এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে সবচেয়ে শুষ্ক।প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর বর্ষাকালে ভারতের বৃষ্টিপাত ২০১৮ সালের পর থেকে ছিল সর্বনিম্ন। এ ছাড়া আবহাওয়ায় এল নিনোর প্রভাবে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে গত আগস্ট মাস সবচেয়ে শুষ্ক ছিল বলে শনিবার দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে। সূত্র: দেশ রুপান্তর

বিশ্বের বিভিন্ন দেশ কেন চাঁদে যেতে চাইছে?

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ১৯৬২ সালে তার বিখ্যাত ভাষণে আমেরিকানদের চাঁদে যাওয়ার প্রত্যয় তুলে ধরে বলেছিলেন, “চাঁদে যাওয়া সহজ নয় বলেই আমরা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” এই ঘোষণার সাত বছর পর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা অ্যাপোলো কর্মসূচীর মাধ্যমে ১৯৬৯ সাল থেকে ১৯৭২ সালের মধ্যে অন্তত ছয়টি মিশনের মাধ্যমে প্রায় এক ডজন অভিযাত্রীকে চাঁদে পাঠিয়েছিল।সেসময় এতে খরচ হয়েছিল প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার, বর্তমানে যা প্রায় ২৫০ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্য মানের।এর পর অর্ধশত বছর পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে চন্দ্র অভিযান অনেকটা আড়ালেই চলে গিয়েছিল বলা যায়। সূত্র: বিবিসি বাংলা।

মালদ্বীপে ভোট, বিদেশিদের লড়াই

ভারত মহাসাগরের বুকে অবস্থিত পর্যটনের লীলাভূমি। দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপরাষ্ট্র মালদ্বীপ তার অনিন্দ্যসুন্দর সৈকত, কোরাল রিফ আর সামুদ্রিক প্রাণিবৈচিত্র্যের জন্যই পরিচিত। এই সৌন্দর্য যে সত্যিই আছে দেশটির তা নিয়ে কারো মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তবে এই সৌন্দর্যকে কে করায়ত্ব করবে তা নিয়েই যত দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বটা প্রতিবারের নির্বাচনে টের পাওয়া যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।নির্বাচন মালদ্বীপে হলেও দুই শীর্ষ প্রতিবেশীর মধ্যে প্রতিযোগিতা ছিল। দেশটিতে শনিবারের দ্বিতীয় দফার ভোটে বিরোধী দল জয় পেয়েছে। সরকারি দল হার মেনেছে। ১ হাজার ২০০ প্রবাল দ্বীপ আর অ্যাটল নিয়ে গঠিত এই দ্বীপরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিদেশিরা প্রকাশ্যে কিছু বলেনি। তাই তাদের জয়-পরাজয় স্বীকারের প্রশ্নও উঠেনি। সূত্র: ইত্তেফাক

নোবেল পুরস্কার ঘোষণা শুরু আজ

নোবেল পুরস্কার ঘোষণা শুরু হচ্ছে আজ সোমবার (০২ অক্টোবর) থেকে। প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আর প্রথম দিন চিকিৎসাশাস্ত্রের নোবেল ঘোষণা করা হয়।সেই হিসেবে আজ সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ী বা বিজয়ীদের নাম জানা যাবে। এরপর মঙ্গলবার (০৩ অক্টোবর) পদার্থে আর বুধবার (০৪ অক্টোবর) রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর ৫ অক্টোবর সাহিত্যে আর ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। দুদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল।নোবেল বিজয়ীদের নাম ছয়টি বিভাগে মোট ছয় দিন ঘোষণা করা হয়। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়। সূত্র কালবেলা