ভারতের টানা তৃতীয় জয়, পাকিস্তানের বড় হার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩

পরপর দুই ম্যাচ জয়ের পর তারা হোঁচট খেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। আহমেদাবাদে আজ (শনিবার) পাকিস্তানকে গুড়িয়ে ৭ উইকেট আর ১১৭ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে ভারত। এ নিয়ে এবারের বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে জিতলো রোহিত শর্মার দল, উঠে গেলো পয়েন্ট তালিকার শীর্ষে। অন্যদিকে প্রথম দুই ম্যাচ জয়ের পর পাকিস্তান পেলো হারের স্বাদ।

১৯২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুভমান গিলকে শুরুর দিকেই হারিয়েছিল ভারত।

ক্রিকেট বিশ্বের বৃহৎ ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শকের অধিকাংশই ছিল ভারতীয়। দীর্ঘদিন ভিসা না পাওয়া পাকিস্তানের সমর্থকদের সংখ্যা ছিল তাই হাতেগোনা কয়েকজন। এমনকি টসের সময় পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে দুয়ো-ও শুনতে হয়েছে। সব মিলিয়ে ভারতের পক্ষেই পুরো পরিবেশটা সাজানো হয়েছে বলে মত মিকি আর্থারের।

উদ্বোধনী জুটিতে ৪৮ বলে ৪১ রান তোলেন ইমাম উল হক আর আবদুল্লাহ শফিক। ২৪ বলে ২০ করে মোহাম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হন শফিক।

সেট হয়ে আউট হয়েছেন ইমাম উল হকও। ৩৮ বলে তিনি করেন ৩৬। ৭৩ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।

ভারতের জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব আর রবীন্দ্র জাদেজা প্রত্যেকেই নেন দুটি করে উইকেট।

Nagad