উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে রাজনৈতিক ঐকমত্য: আলী রীয়াজ
সুবিচার নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
আলী রীয়াজ বলেন, ‘নাগরিকদের দোরগোড়ায় সুবিচার পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য গড়ে উঠেছে।’


সোমবার (৭ জুলাই) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দশম দিনের সংলাপ শেষে তিনি এ কথা জানান।
তিনি জানান, দল ও জোটগুলো এই প্রস্তাবে একমত হলেও কিছু শর্ত ও বাস্তবতা বিবেচনার প্রস্তাব দিয়েছে। যেমন—জেলা সদরে অবস্থিত সদর উপজেলা গুলোকে জেলা জজ কোর্টের আওতায় রাখতে হবে। দীপাঞ্চলে বিদ্যমান চৌকি আদালত এবং বর্তমানে চালু থাকা উপজেলা আদালতগুলো বহাল রাখতে হবে।
আদালত স্থাপনের আগে জনসংখ্যা, যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা ও মামলার পরিসংখ্যান বিশ্লেষণ করে জরিপ চালানোর সুপারিশ করা হয়েছে।
প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও বাজেট বরাদ্দের পাশাপাশি উপজেলা পর্যায়ে আইনি সহায়তা পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
জরুরি অবস্থার ধারা ১৪১ নিয়েও ঐকমত্য
আলোচনায় সংবিধানের ১৪১ অনুচ্ছেদ নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলেও জানান আলী রীয়াজ। তিনি বলেন, ‘১৪১ অনুচ্ছেদের ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ধারা সংশোধন বা বিয়োজনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলো সম্মত হয়েছে।’
তারা একমত হয়েছে যে, জরুরি অবস্থা যেন কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয়— এই বিষয়টিও সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আলী রীয়াজ আশা প্রকাশ করেন, আগামী বৃহস্পতিবার (১১ জুলাই) এই আলোচনার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।