জুলাই ভুলিয়ে দিতে চাইলে চিহ্নিত হবে নব্য মিরজাফর হিসেবে: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেছেন, ‘জুলাই মাসকে যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, তারা ইতিহাসে নব্য মিরজাফর হিসেবে চিহ্নিত হবে।’

সোমবার (৭ জুলাই) রাজধানীর গেন্ডারিয়ায় অভ্যুত্থানের শহীদ মেহেদি হাসান জুনায়েদের নামে একটি সড়কের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘জুলাইয়ের স্বপ্ন কোনোদিন ব্যর্থ হতে দেওয়া যাবে না। এমন সুযোগ শতাব্দীতে একবারই আসে। এই সময় শহীদরা যদি জীবন উৎসর্গ না করতেন, তবে জাতি হয়তো শতাব্দীজুড়ে অন্ধকারেই ডুবে থাকত। তাদের আত্মত্যাগ জাতির সর্বোত্তম সম্পদ— এ কৃতজ্ঞতা জাতিকে চিরকাল মনে রাখতে হবে।’

তাজুল ইসলাম আরও জানান, চানখারপুলে ২০২৩ সালের ৫ আগস্ট ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আগামী ১৪ জুলাই চার্জ গঠনের আদেশ দেওয়া হবে। এরপর ৫ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, পাখির মতো গুলি করেছে-তাদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দৃষ্টান্তমূলক।’

Nagad