রাশমিকা মান্দানার ফেইক ভিডিও ভাইরাল, শনাক্ত ব্যক্তি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩

সম্প্রতি দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা’র ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। যেখানে দেখা গেছে-কালো পোশাকে আবেদনময়ী রূপে। এই আপত্তিকর ভিডিওটি ফেইক, তার প্রমাণ দিলেন ভিডিওটির আসল মালিক।

মূল ভিডিওতে থাকা ওই নারীর নাম জারা প্যাটেল। সামাজিকমাধ্যমে তাঁর বিপুল ফলোয়ার রয়েছে। গত ৯ অক্টোবর নিজের ওই ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড করেন জারা। আর সেই ডিপফেক ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ আই) ব্যবহার করে অভিনেত্রী রাশমিকার মুখ প্রতিষ্ঠাপন করা হয়েছে।

জারা এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এ আই-এর সাহায্য নিয়ে তার মুখ বদলে রাশমিকার মুখ ব্যবহার করা হয়েছে। আর ভিডিওটি ভারতীয় একজন সাংবাদিক তার এক্স-এ শেয়ার করেছেন। তবে কে এই ফেইক ভিডিওটি তৈরি করেছে এবং তাদের উদ্দেশ্যই বা কী ছিল তা এখনও অজানা।

ভিডিওটি আসলে জারা প্যাটেলের। এই জারা ইনস্টাগ্রামের একজন পরিচিত মুখ। আর এবার সেই বিষয় নিয়ে চটেছেন অমিতাভ বচ্চন। শুধু তা-ই নয় তিনি এ নিয়ে মুখ খুলেছেন। অভিষেকের এই ভিডিওটিকে রিটুটই করে অমিতাভ লিখেছেন, ‘এই ঘটনাটি খুব জঘন্য এবং আইনত ব্যবস্থা নেওয়া উচিত।’ গুডবাই সিনেমায় একসঙ্গে কাজ করেছেন রাশমিকা ও অমিতাভ।

এদিকে রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমাল’ মুক্তি পাবে সামনেই। শোনা গিয়েছিল আগেই যে মুক্তির দিন পিছিয়ে যাচ্ছে ‘অ্যানিমাল’ সিনেমার। আসছে ১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।