ব্যর্থ হয়ে দেশে ক্রিকেটাররা, তারপরেও পাচ্ছে ২ কোটি টাকা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩

চোখেমুখে বিষণ্নতা নিয়ে বিশ্বকাপ শেষে ভারত থেকে দেশে ফিরে এসেছেন ক্রিকেটাররা। শেষদিকে এসে আরেকটি জয় পেলেও স্মরণকালে সবচেয়ে বাজে বিশ্বকাপ কাটিয়ে দেশে ফিরেছে টিম বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের শেষদিকে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে মিষ্টি স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারের তিক্ত স্বাদ নিয়ে আসর শেষ করেছে টাইগাররা।

রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে নয়টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহন করা বিমানটি।

এদিকে সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণ করতে না পারলেও বড় অংকের অর্থ পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছিল যে, প্রতিটি জয়ের জন্য অংশগ্রহণকারী দলগুলো নির্দিষ্ট পরিমাণ অর্থ পুরস্কার পাবে। এছাড়া যারা কোনো ম্যাচ জিততে পারবে না তারাও গ্রুপপর্বের ম্যাচগুলো খেলার কারণে আর্থিক পুরস্কার পাবে। আইসিসির ঘোষণা অনুসারে, গ্রুপপর্বে খেলার জন্য এক লাখ মার্কিন ডলার করে পাবে দলগুলো। আর প্রতিটি ম্যাচ জয়ের পুরস্কার হিসেবে পাবে ৪০ হাজার মার্কিন ডলার।

এবারের বিশ্বকাপ সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে খেলতে যায় বাংলাদেশ। কিন্তু নয় ম্যাচের কেবল দুটিতে জিতে ফিরতে হয় তাদের। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর জয় পায় কেবল শ্রীলঙ্কার সঙ্গে। হারে নেদারল্যান্ডসহ বাকি সাতটি ম্যাচ। গত চার বিশ্বকাপে তিন ম্যাচ করে জেতা বাংলাদেশ এবার সেটিও করতে পারেনি।