সাদমান-মুমিনুলের জুটিতে লড়াইয়ে বাংলাদেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৪

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩১ রানে জাকির হাসান ও সেট হওয়ার পর দলপতি নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে সাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটিং নৈপুণ্যে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে টাইগাররা।

আজ শুক্রবার (২৩ আগস্ট) সকালে ৪২১ রানে পিছিয়ে থেকে মাঠে নামে বাংলাদেশ।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের স্কোর ৪৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৪ রান। সাদমান ইসলাম ১২৩ বলে ৫৩ রান নিয়ে অপরাজিত আছেন। ২০২২ সালের পর প্রথম টেস্ট খেলতে নেমেই ফিফটি করলেন এ বাঁহাতি ওপেনার।

আরেকপ্রান্তে তার সঙ্গী হিসেবে ক্রিজে আছেন মুমিনুল হক। তিনি অপরাজিত ৬৬ বলে ৪৫ রান করে।

উল্লেখ্য, পাকিস্তানের প্রথম ইনিংসে থেকে এখনও ৩১৪ রান পিছিয়ে বাংলাদেশ।

Nagad