ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪২৫
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১৮৮ জন। আর এ সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের পুরো বছরজুড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ প্রাণহানি ঘটে—মোট মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদরা মশার বিস্তাররোধে জনসচেতনতা এবং স্থানীয় প্রশাসনের কার্যকর উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন।