দুদকের তদন্তে পিছু হটে ক্ষমা চাইলেন এনবিআরের দুই শতাধিক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

সংগৃহীত ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আন্দোলন করা দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে এনবিআর কার্যালয়ে তারা এই ক্ষমা প্রার্থনা করেন বলে সংস্থাটির একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, ব্যাচভিত্তিক ক্ষমা প্রার্থনার সময় ৪০, ৩৮, ৩৩, ৩১, ৩০, ২৯ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের অংশগ্রহণ বেশি ছিল।

এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘চেয়ারম্যান হিসেবে ব্যক্তিগতভাবে আমি আন্দোলনকারীদের ক্ষমা করে দিয়েছি। তবে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।’

এর আগে আন্দোলনে জড়িত থাকার অভিযোগে এনবিআরের তিন সদস্য, একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, গত ২৯ জুন থেকে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে আমদানি-রফতানিসহ রাজস্ব আদায়ে মারাত্মক ব্যাঘাত ঘটে। সরকার হার্ডলাইনে গেলে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করলে আন্দোলনকারীরা আন্দোলন স্থগিত করেন ও ক্ষমা চান।

Nagad

চেয়ারম্যান আশ্বস্ত করেছেন, ‘যারা সীমা লঙ্ঘন করেননি, তাদের ভয় পাওয়ার কিছু নেই। তবে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সরকারের নীতিগত সিদ্ধান্ত।’

এনবিআরের স্বাভাবিক কার্যক্রম এখন ধীরে ধীরে ফিরতে শুরু করেছে।