সাবেক মন্ত্রী দস্তগীরের ৩০ কোটি টাকার সম্পদ জব্দ, ব্যাংক হিসাবও অবরুদ্ধ
সাবেক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী। সংগৃহীত ছবি
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তার স্ত্রী হাসিনা গাজী ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৩০ কোটি ৮৬ লাখ ৫৪ হাজার টাকার বেশি অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।


দুদকের আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী জ্ঞাত আয়ের উৎস ছাড়াই প্রায় ২৩ কোটি ৫১ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ২৫৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
তদন্তে আরও জানা যায়, তিনি এসব অবৈধ সম্পদ বিক্রির চেষ্টা করছেন। ফলে রাষ্ট্রীয় স্বার্থে তার সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়। একইসঙ্গে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে দুদক।