কক্সবাজারে মাকে হত্যা করে থানায় ছেলের আত্মসমর্পণ
কক্সবাজারে মাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন হোসাইন মোহাম্মদ আবিদ (২৫) নামের এক যুবক। শুক্রবার (২২ নভেম্বর) রাতে শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাদকের টাকার জন্য প্রায়ই মা আনোয়ারা বেগমকে নির্যাতন করতেন আবিদ। ঘটনার রাতে নৃশংসভাবে মাকে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। নিহতের মুখ, মাথা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।


কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস জানান, আবিদকে আটক করা হয়েছে এবং হত্যার কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।