সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই, আজ বিচারকাজ বন্ধ
সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার মৃত্যুতে আজ (রোববার) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে রেজিস্ট্রির প্রশাসনিক কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম।


প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করে প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আগামী মঙ্গলবার বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে তার জানাজা অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতার কারণে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সুপ্রিম কোর্ট আরও জানায়, মরহুম সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের জানাজা আগামী ২৬ নভেম্বর বাদ জোহর বাংলাদেশ সুপ্রিম কোর্টের মূল ভবনস্থ ইনার কোর্ট ইয়ার্ডে অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতিসহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন।
দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ যোগদান করেন রুহুল আমিন। ২০০৮ সালের ৩১ মে অবসরে যান তিনি।