মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে রাজশাহীকে হারাল বরিশাল
শেষ ৫ ওভারে প্রয়োজন ছিল ৫৮ রান। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের ঝোড়ো ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় ফরচুন বরিশাল। মাহমুদউল্লাহ করেন ২৬ বলে অপরাজিত ৫৬ রান, আর ফাহিম ২১ বলে ৫৪ রান।
সোমবার (৩০ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে দুর্বার রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে তারা ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে। জবাবে খেলতে নেমে বরিশাল ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।


লক্ষ্য তাড়ায় বরিশাল শুরুতেই বিপদে পড়ে। প্রথম বলেই নাজমুল হোসেন শান্ত লেগ বিফোরের ফাঁদে পড়েন। তামিম ইকবাল (৭ রান) এবং কাইল মেয়ার্সও (৬ রান) সুবিধা করতে পারেননি।
৬১ রানে ৫ উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ ও শাহিন শাহ আফ্রিদি হাল ধরেন। ৫১ রানের জুটি গড়ে কিছুটা ম্যাচে ফেরান তারা। আফ্রিদি ১৭ বলে ২৭ রান করে আউট হলে দায়িত্ব কাঁধে তুলে নেন ফাহিম আশরাফ।
১৬তম ওভারে মাহমুদউল্লাহর ১৯ রান এবং পরের ওভারে ফাহিমের ২৫ রানের ঝড়ে জয়ের সমীকরণ মেলে বরিশাল।
এর আগে রাজশাহী তাদের ইনিংস শুরুতেই জিসান আলমকে হারায়। কিন্তু ইয়াসির রাব্বি ও এনামুল বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন। বিজয় ৪১ বলে ৬৫ রান করে আউট হলেও ইয়াসির রাব্বি অপরাজিত থাকেন।
বরিশালের পেসার রিপন মণ্ডল ৪ ওভারে ৫৫ রান দিয়ে সবচেয়ে বেশি ব্যয়বহুল ছিলেন। এ জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আসরের শুরুটা দারুণভাবে করল।