সচিবালয়ে অগ্নিকাণ্ড: প্রাথমিক প্রতিবেদন জমা ৩১ ডিসেম্বর
সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির তদন্তের প্রাথমিক প্রতিবেদন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও তদন্ত কমিটির প্রধান নাসিমুল গণি।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, “প্রাথমিকভাবে আমাদের ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে মন্ত্রিপরিষদ বিভাগের অনুমতিতে আরও একদিনের সময় বাড়ানো হয়েছে। আজ রাতের কিছু পরীক্ষার ফলাফল পেলে আমরা কাল প্রাথমিক প্রতিবেদন জমা দিতে পারব।”


তিনি আরও জানান, “সেনাবাহিনী, বুয়েট, পুলিশ, আইসিটি, ও পিডব্লিউডি একযোগে কাজ করছে। তাদের দেওয়া আলামতের ভিত্তিতে আগুনের কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। কিছু আলামত বিদেশে পরীক্ষার জন্য পাঠানো হবে, যা দ্রুততার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করছি।”
তদন্তের চূড়ান্ত প্রতিবেদন কবে দেওয়া হবে, এমন প্রশ্নে তিনি জানান, “বিদেশে পাঠানো আলামতের ফলাফল পাওয়া সাপেক্ষে সময় নির্ধারণ হবে। তবে দ্রুততম সময়ে এটি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।”
এদিকে, আগুন সংক্রান্ত আলামত সংগ্রহ ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানান তিনি। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।