গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৭০
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় উপত্যকাটির ৩০টি স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে রবিবার (৫ জানুয়ারি) এ তথ্য জানানো হয়েছে। চিকিৎসক ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে এখনও অনেক মানুষ চাপা পড়ে আছেন। তাদের মধ্যে অনেকে হয়তো বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।


গাজার মানবিক সংকট ক্রমেই প্রকট আকার ধারণ করেছে। গত ১৫ মাস ধরে ইসরায়েলের ধারাবাহিক হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৬৫৮ জনে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি।
আন্তর্জাতিক সমালোচনা ও প্রতিক্রিয়া
ইসরায়েলের হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছাড়ার দুই সপ্তাহ আগে ইসরায়েলের জন্য আট বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নিশ্চিত করেছেন যে, হামাসের সঙ্গে বন্দিদের ফেরত আনতে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু হয়েছে।
লেবানন পরিস্থিতি
হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম জানান, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী (ইউএনআইএফআইএল) ইসরায়েলকে যুদ্ধবিরতি বিপন্ন করার অভিযোগ তুলেছে।
অব্যাহত হামলা ও গাজার অবস্থা
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজায় ইসরায়েল স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন এমনকি শরণার্থী শিবিরও লক্ষ্যবস্তু হয়েছে।
ইসরায়েলের হামলায় ২০ লাখের বেশি বাসিন্দা গাজা ছাড়তে বাধ্য হয়েছেন। নির্বিচার হামলায় পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।