সিলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য প্রচারের ঘোষণার প্রতিবাদে এ ঘটনা ঘটে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সিলেট সিটি করপোরেশনের বুলডোজার এনে ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়া হয়।


পরে রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে শেখ মুজিবের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে। ছাত্র-জনতাসহ সবার উপস্থিতিতে এটি সম্পন্ন হচ্ছে। এরপর শাহজালাল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আরেকটি ম্যুরালও গুঁড়িয়ে দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. শের মাহবুব মুরাদ বলেন, ‘আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা মুখপাত্র মালেকা খাতুন সারা জানান, ‘সকাল থেকেই আমাদের কর্মসূচি চলছে। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের ভিডিও প্রদর্শনী আয়োজন করা হয়েছে। রাতে বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র-জনতা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেলে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ম্যুরালও আজ রাতেই গুঁড়িয়ে দেওয়া হবে।’
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি ‘তৌহিদী জনতা’ ব্যানারে আয়োজিত এক সমাবেশ থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল সরানোর দাবি জানানো হয়েছিল। ওই সময় বিক্ষোভকারীরা তিন দিনের মধ্যে ম্যুরাল সরিয়ে ফেলার আল্টিমেটাম দিয়েছিল।