ট্রাম্পের সহায়তা বন্ধে এইডসে লাখ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা: জাতিসংঘ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি সহায়তা স্থগিত করায় এইডসে আক্রান্ত হয়ে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের এইডস কর্মসূচি (ইউএনএইডস)। রোববার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-এর সহায়তা স্থগিত করেছেন। এর ফলে অনেক উন্নয়ন কর্মসূচি ফান্ডের অভাবে বন্ধ হয়ে গেছে।


বিশেষত, এইডস ত্রাণের জন্য মার্কিন প্রেসিডেন্টের জরুরি পরিকল্পনা (পিইপিএফএআর) আওতাধীন সমস্ত সহায়তা ৯০ দিনের জন্য বন্ধ করা হয়েছে। যদিও তাঁর প্রশাসন পরে চিকিৎসা সহায়তা চালু রাখার ঘোষণা দেয়, কিন্তু আফ্রিকার বিভিন্ন দেশের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনো সেই সহায়তা পাচ্ছেন না।
একটি গবেষণা সংস্থার বরাত দিয়ে এএফপি জানায়, মার্কিন সহায়তার ওপর নির্ভরশীল ২ কোটি রোগী এবং ২ লাখ ৭০ হাজার স্বাস্থ্যকর্মী এখন অনিশ্চয়তার মুখে পড়েছেন।
জাতিসংঘের উদ্বেগ
ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়ন সম্মেলনের ফাঁকে ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বায়ানিমা এএফপিকে বলেন,অনেক দেশের জন্য এটি একটি ভয়াবহ সিদ্ধান্ত। এইডস ত্রাণ তহবিলের একটি বড় অংশ দিত যুক্তরাষ্ট্র। যদি এই সহায়তা বন্ধ হয়ে যায়, তাহলে লাখ লাখ মানুষ মারা যাবে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, আগামী পাঁচ বছরে এইডসে মৃত্যু ১০ গুণ বেড়ে ৬৩ লাখে পৌঁছাতে পারে। এছাড়া এই সময়ে নতুন করে আক্রান্ত হতে পারে ৮৭ লাখ মানুষ।
বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই সহায়তা পুনরায় চালু না হলে বিশ্বজুড়ে এইডস প্রতিরোধের অগ্রগতি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।