দেশব্যাপী বিক্ষোভের ডাক দিলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে জামায়াত।

দলটির পক্ষ থেকে নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ঢাকাসহ দেশের সকল মহানগরী এবং সকল জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। তিনি জানান, ঢাকার পল্টন মোড়ে বিকেল ৪টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে জামায়াত আমির ডা. শফিকুর রহমান নেতৃত্ব দেবেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৩ বছর ধরে কারাগারে আটক থাকা এ টি এম আজহারুল ইসলামকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে, যার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন্যূনতম চিকিৎসাসেবা দেয়া হয়নি।

তিনি আরও বলেন, দেশবাসী আশা করেছিল যে, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে তিনি মুক্তি পাবেন, কিন্তু ক্ষমতা গ্রহণের পরও তাকে মুক্তি দেওয়া হয়নি। জামায়াতের নেতা ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের বিচারিক কার্যক্রমকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ উল্লেখ করে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন।

অন্তত ১৮ ফেব্রুয়ারি সারাদেশে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার জন্য মিয়া গোলাম পরওয়ার জামায়াতের নেতাকর্মী এবং দেশবাসীকে উদাত্ত আহ্বান জানিয়েছেন।

Nagad