জনসম্মুখে উত্তপ্ত তর্কে ট্রাম্প-জেলেনস্কি, ভেস্তে গেল চুক্তি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে এক উত্তপ্ত বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে আয়োজিত বৈঠকে দুই নেতার মধ্যে চিৎকার-চ্যাঁচামেচি পর্যন্ত গড়ায় পরিস্থিতি। এ ঘটনার পর নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করা হয় এবং ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই হয়নি।

বৈঠকের একপর্যায়ে জেলেনস্কি ট্রাম্পের রাশিয়া-নীতিকে চ্যালেঞ্জ করে বলেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনোভাবেই আপোস করা উচিত নয়। জবাবে ট্রাম্প বলেন, পুতিন একটি চুক্তি করতে চান, আর ইউক্রেনকে কিছু ছাড় দিতে হবে।

একপর্যায়ে ট্রাম্প জেলেনস্কিকে বলেন, আপনি বড় সংকটে রয়েছেন, যুদ্ধ জিততে পারবেন না। চুক্তি করুন, নইলে আমরা বেরিয়ে যাই। ট্রাম্প আরও বলেন, মার্কিন সহায়তা ছাড়া যুদ্ধ দুই সপ্তাহও চলতে পারত না।

জেলেনস্কিও চুপ থাকেননি। তিনি বলেন, হ্যাঁ, এমনকি দুদিনও টিকত না। এমন কথা আমি পুতিনের কাছ থেকেও শুনেছি।

বৈঠকের উত্তপ্ত পরিবেশের কারণে নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করা হয়। বৈঠক শেষে ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ওভাল অফিসকে অসম্মান করেছেন। যেদিন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন, সেদিন ফিরে আসতে পারেন।

বিশ্লেষকরা বলছেন, এই বাকযুদ্ধ ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা আরও অনিশ্চিত করে তুলতে পারে।

Nagad