‘শেখ হাসিনা বাংলাদেশের সবকিছু হিন্দুস্তানের কাছে ইজারা দিয়েছিল’

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

সংগৃহীত ছবি

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তি সবকিছু হিন্দুস্তানের কাছে ইজারা দিয়েছিল, তাই তিস্তার পানি আনতে পারেননি।’

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক ‘প্রতিবাদী অবস্থান’ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল নাগরিক আন্দোলন, এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটন।

ফারুক আরও বলেন, ‘আজ পদ্মা শুকিয়ে যাচ্ছে, তিস্তা শুকিয়ে যাচ্ছে। তাই ‘জাগো বাহে তিস্তার জনগণ, জাগো’ এই স্লোগান তারেক জিয়াকে দিতে হয়।’ তাঁর মতে, শেখ হাসিনা দেশের স্বার্থ রক্ষা করতে পারেননি এবং ভারতের কাছে দেশের অনেক কিছু ‘ইজারা’ দিয়েছিলেন।

তিনি বিদেশে পালিয়ে যাওয়া রাজনৈতিক নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, বলেছিলেন—যারা বিদেশে ডলার-পাউন্ড নিয়ে পালিয়েছে তারা ফাইভ স্টার হোটেলে থাকে, বিদেশে ভিক্ষা করে না। হাসিনা ২৮টি সোকেস নিয়ে ভারতে মোদির কাছে আশ্রয় নিয়েছে।”

তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, ‘গার্মেন্টস সেক্টর অস্থিতিশীল করে তুলেছে, কিছু সংখ্যক লোক আবার ষড়যন্ত্র শুরু করে শ্রমিক অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।’

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি মাঠে গিয়ে আপনার জনপ্রিয়তা যাচাই করুন, আমরা আর রক্তক্ষরণ করতে চাই না।” তিনি আরও বলেন, “গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষার জন্য আমাদের মধ্যে আর মতবিরোধ নয়, একত্রিত হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।

Nagad

ফারুক আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, আইজিপি, কমিশনার, ডিজিএফআই, এনএসআই, মেহেদী, হারুনরা কেন গ্রেপ্তারের আওতায় আসলো না?” তিনি আরও বলেন, “আমি চিৎকার দিয়ে বলবো জাহাঙ্গীর একজন সৎ ব্যক্তি। আপনি কেন সততার প্রমাণ দিতে পারছেন না?

তিনি দাবি করেন, আমরা আন্দোলনের ভয় পাই না, আয়নাঘরকে ভয় পাইনি। শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে মাসের পর মাস কারাগারে রাখা হয়েছে, তাদের গ্রেপ্তার করতে হবে।