ভূরুঙ্গামারীতে নদীতে অবৈধ ড্রেজার উচ্ছেদে প্রশাসনের অভিযান

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার নদীতে বসানো ড্রেজার মেশিন সম্পূর্ণ অকেজো করে পাইপগুলো ভেঙে নদীতে ফেলে দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস। এ সময় তার সঙ্গে ছিলেন পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর এবং ভূরুঙ্গামারী থানার পুলিশের একটি দল।

জানা গেছে, নজরুল ইসলাম নামে এক ব্যক্তি কয়েক দিন ধরে ফুলকুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এর ফলে থানাঘাট বাজারের হাট শেড, ফুলকুমার ব্রিজ এবং আশপাশের ফসলি জমি হুমকির মুখে পড়ে। স্থানীয়রা তাকে বালু উত্তোলন বন্ধ করতে বললেও তিনি কর্ণপাত করেননি। পরে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে প্রশাসন এই অভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস বলেন, “অবৈধ ড্রেজার মেশিনের মালিককে পাওয়া যায়নি, তবে মেশিনগুলো ধ্বংস করা হয়েছে। যেখানেই অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পাওয়া যাবে, সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”