গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার সাংবাদিকসহ নিহত ৬০
গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলা অব্যাহত রয়েছে। এতে আল-জাজিরার সাংবাদিক হোসাম শাবাতসহ কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে, পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনী অস্কারজয়ী তথ্যচিত্র নির্মাতা হামদান বল্লালসহ তিন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।
প্রায় দুই মাস যুদ্ধবিরতির পর মঙ্গলবার থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ব্যাপক হামলা শুরু করে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তবে হামাস এই অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা দাবি করেছে যে, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল।


এদিকে, হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। তাদের তথ্যমতে, এখন পর্যন্ত ৫০ হাজার ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো ফিলিস্তিনি নিখোঁজ থাকায় প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি হতে পারে।
ইসরায়েলি হামলায় আরও নিহত হয়েছেন হামাসের শীর্ষ নেতা ইসমাইল বারহুম এবং রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল। গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় বারহুম নিহত হন, আর খান ইউনিসে এক হামলায় নিহত হন বারদাউইল।
এদিকে, ইয়েমেনেও বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার ইয়েমেনের রাজধানী সানাসহ দুটি এলাকায় হামলায় কমপক্ষে একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। (সূত্র: আল জাজিরা, বিবিসি)