ভোক্তা অধিকারের কর্মকর্তা আব্দুল জব্বারের প্রশংসায় আসিফ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। শনিবার (২৯ মার্চ) বিকেলে এক ফেসবুক পোস্টে এই কর্মকর্তার দায়িত্বশীলতার প্রশংসা করেন তিনি।
আসিফ লেখেন, “দেশপ্রেমিকের অভাব নেই দেশে, স্বাধীনতার অভাব প্রকট। যথার্থ নেতৃত্ব থাকলে কোটি মানুষ লাগে না দেশকে এগিয়ে নিতে। আব্দুল জব্বার মন্ডল তার দায়িত্বশীলতা দিয়ে মানুষের মন জয় করেছেন।”


তিনি আরও বলেন, “নিকট অতীতে আমরা এসব উদাহরণ দেখেছি। সমস্যা হলো রাষ্ট্রের সর্বত্র ছড়িয়ে থাকা দুষ্টচক্র, রাজনৈতিক ক্ষমতার অপপ্রয়োগ এবং ব্যক্তিগত স্বার্থপরতা। তবে আব্দুল জব্বার মন্ডলদের মতো কর্মকর্তারা থাকলে সমাজ থেকে মুনাফাখোরদের বিতাড়িত করতে বেশি সময় লাগবে না।”
বাজার নিয়ন্ত্রণে প্রশংসিত ভূমিকা
সম্প্রতি বাজারে অতিরিক্ত মূল্য, ভেজাল পণ্য ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছেন আব্দুল জব্বার মন্ডল। তার নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে।
রমজান মাসজুড়ে বাজার নিয়ন্ত্রণে তার কর্মতৎপরতা ক্রেতাদের স্বস্তি এনে দিয়েছে। আসিফ আকবর তার পোস্টে উল্লেখ করেন, “আপনার তেজস্বী কর্মতৎপরতা ভবিষ্যতের জন্য মাইলস্টোন হয়ে থাকুক। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকেও অভিনন্দন।”