ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে: মির্জা ফখরুল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫

বিমসটেক সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে ‘আশার আলো’ বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, এই বৈঠকের ফলে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক তিক্ততা তৈরি হয়েছিল, তা কমে আসবে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে।

শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ভূ-রাজনীতি ও বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের সম্পর্কের মধ্যে যে তিক্ততা তৈরি হয়েছিল, সেটি কমানোর একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আমি যতটুকু দেখেছি, এই বিষয়ে উভয় নেতা আন্তরিক ছিলেন, যা নিঃসন্দেহে বাংলাদেশ ও ভারতের জনগণের জন্য ইতিবাচক।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আমরা চাই, উভয় দেশ কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পরস্পরকে সহযোগিতা করুক। এই বৈঠকের মাধ্যমে সে পথ উন্মুক্ত হতে পারে বলে আমরা আশা করি।

এর আগে, ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আমিনুল হক, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোহাম্মাদ আশরাফুল, হাবিবুল বাশার সুমন, অন্যান্য সংগঠন ও ক্রীড়াবিদদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহবুবুল আনাম, রফিকুল ইসলাম বাবু, রুম্মন বিন ওয়ালি সাব্বির, নিয়ামুর রশীদ রাহুল, রিয়াজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নকীব, আবু দাউদ শামসুদ্দোজা চৌধুরী ডন, মাইশিকুর রহমান রিয়াল, ফাহিম সিনহা, কাজী মহিউদ্দিন বুলবুল, সেলিম শাহেদ, সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, আকরাম হোসেন সবুজ,ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম প্রমুখ।

Nagad