সাকিব আল হাসানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন জানিয়েছেন, এ অনুসন্ধানে সাকিবের আসামি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
শনিবার (৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান চলছে। আশঙ্কা করছি, তিনি দুদকের আসামিও হতে পারেন।


দুদক চেয়ারম্যান আরও জানান, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ৭৫টি কর্মদিবস অতিক্রান্ত হয়েছে। সীমাবদ্ধতা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে সক্রিয় ও কার্যকর করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সাকিব আল হাসান দেশের জনপ্রিয়তম ক্রীড়া ব্যক্তিত্বদের একজন। তার বিরুদ্ধে দুদকের এমন অনুসন্ধান ক্রীড়াঙ্গনে এবং সাধারণ মানুষের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সাকিবকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হতে পারে।
এ বিষয়ে এখনো সাকিব আল হাসান বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।