বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করলো শ্রীলঙ্কা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে বিশ্রামের সময় পাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কারণ, জুন মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যেতে হচ্ছে টাইগারদের।

সোমবার (৫ মে) সিরিজের সময়সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই সফরে লিটন-শান্তরা খেলবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

পাকিস্তান সিরিজ শেষে দেশে ফিরে সংক্ষিপ্ত বিরতিতে পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপনের সুযোগ পাবে ক্রিকেটাররা। এরপর ১৩ জুন শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে জাতীয় দল।

১৭ জুন গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৫ জুন, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে।

ওয়ানডে সিরিজ শুরু হবে ২ জুলাই প্রেমাদাসা স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই একই ভেন্যুতে, আর ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে। সব ম্যাচই হবে দিবারাত্রির।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ১০ জুলাই পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচ ১২ জুলাই ডাম্বুলাতে এবং শেষ ম্যাচ ১৪ জুলাই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

Nagad