সহসাই দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ
সহসাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (৬ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে লন্ডন সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।


সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডা. জাহিদ বলেন, জুবাইদা রহমান আজ দেশে ফিরেছেন, আলহামদুলিল্লাহ। ব্যারিস্টার জায়মা রহমান যুক্তরাষ্ট্রে একটি রাজনৈতিক প্রোগ্রামে অংশ নিচ্ছেন। এবং সেই দিন বেশি দূরে নয় যেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাটিতে এসে নেতৃত্ব দেবেন—শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব। অল্প কিছু দিনের মধ্যেই সেই পরিবেশ তৈরি হয়ে যাবে।
তিনি আরও বলেন, কিছুদিন পর জুবাইদা রহমান পুনরায় লন্ডনে যাবেন এবং সহসাই তারেক রহমানসহ দেশে ফিরবেন।
এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে। তার জন্য সবার দোয়া কামনা করছি।
তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, লন্ডনে যাওয়ার পর থেকে তারেক রহমান তার মায়ের চিকিৎসার জন্য যা করেছেন, তাতে আমরা কৃতজ্ঞ। একইসঙ্গে তার তিন নাতনি চেয়ারপারসনের মানসিক প্রশান্তি এনে দিয়েছেন—আমরা তাদের প্রতিও কৃতজ্ঞ। লন্ডনে বিএনপি এবং অন্যান্য দলের নেতাকর্মীদের দোয়ার জন্যও ধন্যবাদ জানাচ্ছি। চেয়ারপারসনও সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।