রাফাল যুদ্ধবিমান ভূপাতিতের প্রমাণ পেয়েছে বিবিসি, ধ্বংসাবশেষ সরিয়েছে ভারত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৫

বিবিসি ভেরিভাই যে ভিডিওগুলোর সত্যতা যাচাই করেছে তার একটি থেকে পাওয়া স্ক্রিনগ্র্যাব।

পাকিস্তানের ভূপাতিত করার দাবি করা ভারতের রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই। ভারতের পাঞ্জাবের ভাতিন্ডার কাছে একটি কৃষিক্ষেতে পাওয়া গেছে এই ফরাসি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ।

বিবিসির অনুসন্ধানী বিভাগ “বিবিসি ভেরিফাই” তাদের সত্যতা যাচাইয়ের মাধ্যমে তিনটি ভিডিও ‘অথেন্টিকেট’ করেছে, যাতে স্পষ্টভাবে ফ্রান্সের ডাসোঁ এভিয়েশনের তৈরি রাফাল বিমানের ধ্বংসাবশেষ দেখা যায়। ভিডিওগুলোতে সেনা সদস্যদের ধ্বংসাবশেষ সংগ্রহ ও সরানোর দৃশ্যও রয়েছে।

বিবিসি জানায়, তিনটি ভিডিওর একটি জিওলোকেশন করে নিশ্চিত হওয়া গেছে—সেটি পাঞ্জাবের ভাতিন্ডা অঞ্চলের একটি কৃষিক্ষেত। অন্য দুটি ভিডিও রাতের অন্ধকারে ধারণ করা, যেখানে একটিতে মাঝ আকাশে প্রজেক্টাইলে আগুন ধরে যাওয়ার পর মাঠের মাঝখানে দাউদাউ আগুন জ্বলতে দেখা যায়।

এছাড়াও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, একটি যুদ্ধবিমানের “টেইল ফিন” মাটিতে পড়ে রয়েছে, যার গায়ে ইংরেজিতে লেখা “BS001” এবং “Rafale”। গুগলের রিভার্স ইমেজ সার্চেও এর কোনো পুরোনো সংস্করণ পাওয়া যায়নি, যা থেকে ধারণা করা হচ্ছে এটি নতুন এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত।

ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও রিস্ক ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান সিলভেন গ্রুপের প্রধান জাস্টিন ক্রাম্প বলেছেন, ভিডিওতে দেখা ধ্বংসাবশেষ সম্ভবত একটি ফরাসি এয়ার-টু-এয়ার মিসাইলের, যা রাফাল এবং মিরাজ-২০০০ উভয় যুদ্ধবিমানেই ব্যবহার করা হয়।

এর আগে পাকিস্তান দাবি করেছিল, ভারতের সামরিক অভিযানের সময় তারা অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল। যদিও এ বিষয়ে তারা কোনো ভিডিও বা চিত্র উপস্থাপন করেনি। ভারতও আনুষ্ঠানিকভাবে সে দাবি স্বীকার করেনি।

Nagad

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র সাংবাদিকদের বলেন, “সঠিক সময় এলে এ ব্যাপারে সরকারি তথ্য শেয়ার করা হবে।”