যুদ্ধবিরতিতে ভূমিকা রাখায় আন্তর্জাতিক মহলকে ধন্যবাদ জানাল পাকিস্তান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সংগৃহীত ছবি

ভারতের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের পর এ উদ্যোগে সহায়তাকারী আন্তর্জাতিক মহলকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান। শনিবার (১০ মে) দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক সংবাদ সম্মেলনে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। —জিও নিউজ

ইসহাক দার জানান, যুদ্ধবিরতির লক্ষ্যে দিনভর কূটনৈতিক তৎপরতা চালানো হয়েছে। এরই ফল হিসেবে দুই দেশের মধ্যে ইতিবাচক অগ্রগতি এসেছে। এ প্রক্রিয়ায় বিশেষ অবদান রাখায় তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে আলাদাভাবে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘পাকিস্তান সবসময় আঞ্চলিক শান্তির পক্ষে কাজ করেছে, তবে কখনোই সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস করেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা আমাদের এই নীতিকে আরও দৃঢ় করেছে।’

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর লেখেন, ‘ভারত ও পাকিস্তান গুলিবর্ষণ ও সামরিক কার্যকলাপ বন্ধে একটি সমঝোতায় পৌঁছেছে। ভারত সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখবে।’

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা তুলে ধরেন।

Nagad