ট্রাম্পের হুমকিতেই থেমে যায় পাক-ভারত যুদ্ধ! কি সেই হুমকি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৫

পেহেলগাম ইস্যুতে টানা দুই সপ্তাহের উত্তেজনা ও চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। মূলত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ মে সন্ধ্যা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। দুই পরমাণু শক্তিধর দেশকে কীভাবে যুদ্ধ থামাতে বাধ্য করা হয়েছিল, সেই বিবরণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১২ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, পেহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের সময়োচিত হস্তক্ষেপে সেই বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

তিনি বলেন, ‘আমরা যদি সম্ভাব্য পারমাণবিক সংঘাত থামাতে না পারতাম, তাহলে পরিস্থিতি ভয়াবহ হতো। লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটত। আমরা সেটা ঠেকাতে পেরেছি—এটা নিয়ে আমি গর্বিত।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি বুঝতে পারি, উত্তেজনা প্রশমনের সবচেয়ে কার্যকর উপায় হতে পারে বাণিজ্য। তাই আমি দু’পক্ষকেই বলেছিলাম—আমরা আপনাদের উভয়ের সঙ্গেই বাণিজ্য বাড়াতে চাই। কিন্তু তার জন্য শান্ত হতে হবে। উত্তেজনা বন্ধ না হলে কোনো ধরনের বাণিজ্য করব না।’

প্রসঙ্গত, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার জন্য প্রথম থেকেই পাকিস্তানকে দায়ী করে আসছিল দিল্লি। যদিও ইসলামাবাদ তাদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে। এরপরও ভারত একাধিক পাল্টা পদক্ষেপ নেয়, যার জবাবে প্রতিক্রিয়া জানায় পাকিস্তানও। ফলে অঞ্চলজুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়, যা দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে রীতিমতো যুদ্ধের রূপ নেয়।

পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখন টানা ৪৮ ঘণ্টার কূটনৈতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে সন্ধ্যা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

Nagad