সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতারের ২৫ বছরের কারাদণ্ড

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫

খ্যাতিমান সাহিত্যিক সালমান রুশদির ওপর ছুরি হামলার দায়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালত হাদি মাতারকে (২৭) ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার ঘোষিত এই রায়ে মাতার আদালতে উপস্থিত ছিলেন। তার অপরাধের জন্য মার্কিন আইনে এটাই সর্বোচ্চ শাস্তি।

২০২২ সালের আগস্টে নিউইয়র্কের চাওতাউকুয়া জেলায় এক অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখার সময় হাদি মাতার রুশদিকে ছুরিকাঘাত করেন। মাত্র ২৪ বছর বয়সে তিনি রুশদির ঘাড়, মাথা ও দেহে একাধিকবার (১৫ বার) ছুরি চালান।

হামলার ফলে গুরুতর আহত রুশদিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা ও কয়েক দফা অস্ত্রোপচারের পর তিনি বেঁচে গেলেও একটি চোখের দৃষ্টিশক্তি হারান।

আদালতে সাক্ষ্য দিতে গিয়ে রুশদি বলেন, “সে প্রথমে আমাকে ঘুষি মারে, তারপর একের পর এক ছুরিকাঘাত করে।” তিনি জানান, “সেরে উঠতে অনেক সময় লেগেছে, এখনো পুরোপুরি সুস্থ হইনি।”

অন্যদিকে অভিযুক্ত হাদি মাতার বলেন, “সালমান রুশদি অনেককে অশ্রদ্ধা করেন এবং তিনি চান সবাই তার মতো চিন্তা করুক। আমি তার এই দৃষ্টিভঙ্গির বিরোধী।”

মাতারের আইনজীবী নাথানিয়েল ব্যারন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়, যার পরিণতি ভয়াবহ হয়। সে অনুতপ্ত কি না, তা প্রকাশ করাও তার পক্ষে কঠিন হয়ে পড়ে।”

Nagad

সাহিত্যিক রুশদি ও বিতর্কিত উপন্যাস

সালমান রুশদির জন্ম ১৯৪৭ সালে ভারতের মুম্বাই শহরে। তিনি ১৯৮১ সালে ‘মিডনাইটস চিলড্রেন’ উপন্যাসের মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন এবং বুকার পুরস্কার জেতেন।

তবে ১৯৮৮ সালে প্রকাশিত চতুর্থ উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর মাধ্যমে তিনি কট্টর ইসলামপন্থিদের রোষানলে পড়েন। ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি তার বিরুদ্ধে হত্যার ফতোয়া জারি করেন। এরপর রুশদি প্রায় ৯ বছর আত্মগোপনে ছিলেন।

তিন দশক পর সেই উপন্যাসকে কেন্দ্র করেই তিনি প্রাণঘাতী হামলার শিকার হন। সূত্র: রয়টার্স, আলজাজিরা