দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবান সংবাদদাতা:বান্দরবান সংবাদদাতা:
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২৫

ফাইল ছবি

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুকি-চীন ন্যাশনাল আর্মি (KNA) এর একজন কমান্ডারসহ দুই সশস্ত্র সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।

অভিযানে সেনাবাহিনী ৩টি এসএমজি (সাব-মেশিন গান), ১টি রাইফেল, বিপুল পরিমাণ গুলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করেছে বলে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাত থেকে ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। পরে তারা জঙ্গলে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কুকি-চীন ন্যাশনাল আর্মির (KNA) সশস্ত্র সন্ত্রাসীদের দমন ও পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানে দুজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা যান, এবং উদ্ধার করা হয় অস্ত্র ও গোলাবারুদ।

তবে নিহতদের নাম-পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

Nagad

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আইএসপিআর জানিয়েছে, এ বিষয়ে শিগগিরই বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক তথ্য জানানো হবে।