সংবিধান বদলাতে হবে, বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান: হাসনাত আব্দুল্লাহ
নতুন বাংলাদেশ গড়তে হলে সংবিধান পরিবর্তন করা অপরিহার্য উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান। এটি ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছে। এই সংবিধান পরিবর্তন না হলে ফ্যাসিবাদ নির্মূল হবে না।’
বৃহস্পতিবার (৩ জুলাই) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির তৃতীয় দিনে নীলফামারীতে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।


হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও রাষ্ট্রযন্ত্রে এখনো ফ্যাসিবাদী তন্ত্র সক্রিয় রয়েছে। এই তন্ত্র ভেঙে নতুন রাষ্ট্র গঠনের জন্য একটি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক সংবিধান প্রণয়ন এখন সময়ের দাবি।’
পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে অংশ নেবে না। একটি প্রকৃত নির্বাচনী পরিবেশ ও গণতন্ত্র নিশ্চিত করতে হলে এই সনদ বাস্তবায়ন জরুরি।’
তিনি আরও অভিযোগ করেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা এখনও সক্রিয়। গতকালও এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এটা স্পষ্টভাবে পরাজিত শক্তির ষড়যন্ত্র, যারা নতুন বাংলাদেশ গঠনে বাধা সৃষ্টি করছে।’
নাহিদ ইসলাম বলেন, ‘যদি গণঅভ্যুত্থনের যোদ্ধারাই নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে? সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে।’
তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গঠনে সবচেয়ে বড় বাধা হচ্ছে পুরনো বন্দোবস্ত। যত দ্রুত এই বন্দোবস্ত ভেঙে ফেলা যাবে, তত তাড়াতাড়ি দেশও সঠিক পথে এগোবে। জনগণের মধ্যে যে সাড়া আমরা পাচ্ছি, তাতে স্পষ্ট—এই প্রত্যাশা বাস্তবায়ন করেই ছাড়ব।’
পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আমরা দেশে আর চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি দেখতে চাই না। সরকারি অফিসে যেন ঘুষ ছাড়া কোনো কাজ না হয়—এই সংস্কৃতি বন্ধ করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষ মর্যাদার সঙ্গে বাঁচতে পারে। সরকারকে বলব, জনগণের রায়ে তৈরি একটি সরকার ছাড়া এই পরিবর্তন সম্ভব নয়।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম, মুনিরা শারমিন, জ্যেষ্ঠ সদস্য সচিব তাসনিম জারা, নাহিদ সারোয়ার নিভা, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিউন, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়কারী আবদুল হান্নান মাসউদ, জেলা ও উপজেলার নেতারা।